তোতা পাখির যত্নে জয়া আহসান
জয়া আহসান। দুই বাংলায় যার খ্যাতি। অভিনয়ের দক্ষতার কারণেই সব সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিতে পেরেছেন তিনি। শনিবার সকালে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী জয়া আহসান। ভিডিওতে দেখা যায়, একটি তোতা পাখিকে চা পান করালেন জয়া আহসান । নতুন ভিডিও মুর্হূতেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। যা দেখে ভক্তরা দারুণ প্রশংসা করছেন।

তোতার সঙ্গে গল্পে মেতেছেন জয়া আহসান
ভিডিওটিতে দেখা যায়, সামনে বসে আছে তোতা পাখি। জয়া আহসানের হাতে চায়ের কাপ। এসময় জয়া আহসানকে টিয়া পাখির সঙ্গে কথা বলতে দেখা যায়। তিনি তোতা পাখির কাছে জানতে চান, ‘ঠিক আছো, তুমি কি চা খাবে? ও একটু দুষ্টু করছে। দেখো ও গ্রীন ট্রি খাচ্ছে আমার সাথে। খুবই হেলথ কনসাস, তুমি তো আমার মতো করে চা খেতে পারবে না। বেবী চা কি মজা? বেশি গরম?’।
তোতা পাখির চা খাওয়া দেখে অবাক ভক্তরা
এসময় ভিডিওতে তোতা পাখির সঙ্গে খেলতেও দেখা যায় জয়া আহসানকে। তবে, কোন জায়গা থেকে ডিভিও করেছেন তা জানা যায়নি। ভিডিও পোস্টের পর মন্তব্যে প্রশংসায় ভাসিয়েছেন ভক্তরা। মাহমুদুল হাসান নামের একজন লিখেছেন, ‘চমৎকার তোতাপাখি চা খাচ্ছে? এইরকম ঘটনা বিরল’। আরেকজন লিখেছেন, ‘ওয়াও! ও চা খাচ্ছে’।

জয়া আহসান পথ প্রাণীদের জীবন বাঁচাতে সব সময় সক্রিয় ভূমিকা করেন।জয়া আহসান পশুপ্রেমের জন্য জয়া পেয়েছেন ‘প্রাণবিক বন্ধু ২০২১’ সম্মাননা।