প্রতি পর্বে ভিউ ছাড়াচ্ছে এক থেকে দেড় কোটি
পারিবারিক বন্ধন, ভালোবাসা ও দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত নাটক এটা আমাদেরই গল্প’ দর্শক মাতাচ্ছে। দীর্ঘদিন পর পারিবারিক অনুভূতি ও সম্পর্কের জটিলতা ঘিরে নির্মিত একটি ধারাবাহিকটি দর্শকদের হৃদয়ে তুমুল সাড়া ফেলেছে। ‘এটা আমাদেরই গল্প’ নাটকটির পরিচালনায় আছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। প্রায় প্রতিটি পর্বই ছাড়িয়ে যাচ্ছে এক থেকে দেড় কোটির বেশি ভিউ। শুধু তাই নয়, মুক্তির প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই প্রতিটি পর্ব ভিউয়ের নতুন রেকর্ড তৈরি করছে।

সাধারণ জীবনের অসাধারণ গল্পে মুগ্ধ দর্শক
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও ধারাবাহিকটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নাটকের হৃদয়ছোঁয়া সংলাপ ও আবেগপূর্ণ দৃশ্যগুলো নিয়মিতই ফেসবুকে ভাইরাল হচ্ছে। সামির, মেহরিন, ফাহাদ কিংবা আঞ্জুমান বেগম এই চরিত্রগুলো ধীরে ধীরে দর্শকদের কাছে পরিচিত মুখ নয়, বরং নিজেদের ঘরের মানুষের মতো আপন হয়ে উঠেছে।

সংঘাত আর মমত্ববোধই গল্পের মূল শক্তি
পারিবারিক বন্ধন, ভালোবাসা, সংঘাত আর মমত্ববোধই এই গল্পের মূল শক্তি। ‘পরিবারই শুরু, পরিবারই শেষ’ এই ভাবনাকে কেন্দ্র করে গড়ে ওঠা কাহিনীতে দর্শকরা নিজেদের জীবনের ছায়া দেখতে পাচ্ছেন। বাস্তব জীবনের সঙ্গে মিল থাকায় অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

এ ধারাবাহিকে তিনটি গান ব্যবহার করা হয়েছে। টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান, ‘সে মানালে’ শিরোনামের গান গেয়েছেন শাহরিয়ার মার্সেল, এবং ‘জানি না’ গানে কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান ও সুস্মিতা।