অল্পের জন্য প্রাণে বাঁচলেন সংগীতশিল্পীরা
বর্ষবরণের রাতে ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটে মবের শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুটি সাচেত ট্যান্ডন ও পরম্পরা ঠাকুর। নতুন বছরে কনসার্টে গান গাইতে গিয়ে অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার শিকার হন। ভক্তদের উম্মাদনা এক পর্যায়ে জনতার তাণ্ডবে রূপ নেয়। অল্পের জন্য এই জুটি প্রাণ বাঁচলেও ভাঙচুর করা হয় তাদের গাড়ির কাঁচ।

অনুষ্ঠান শেষ করে ফেরার সময় হঠাৎ ভক্তদের ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক পর্যায়ে উন্মত্ত জনতা শিল্পীদের বহনকারী গাড়ি ঘিরে ফেলে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শত শত মানুষ গাড়ির চারপাশে জড়ো হয়।
গাড়িতে কিল-ঘুষি, ভাঙচুর করা হয় কাঁচ
কিছু মানুষ চলন্ত গাড়িতে কিল-ঘুষি মারতে শুরু করে। মুহূর্তের মধ্যে গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। আতঙ্কিত কণ্ঠে সাচেত ট্যান্ডনকে ‘ওহ শিট’ বলতে শোনা যায়। পাশে থাকা পরম্পরা ঠাকুর জনতাকে শান্ত থাকার অনুরোধ জানান। তবে তাতেও পরিস্থিতি শান্ত হয়নি।

এই ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান শিল্পীরা। তবে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত এ বিষয়ে সাচেত ও পরম্পরা কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিবৃতি দেননি। তবে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তারা সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন।
শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন অনেকের
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, ভারতে তারকারা সাম্প্রতিক সময়ে বারবার মব কালচারের শিকার হচ্ছেন।