নতুন খবরে সংগীতাঙ্গনে ব্যাপক আলোচনা
ভারতীয় সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র এ আর রহমান। সংগীতাঙ্গনে দীর্ঘদিন রাজত্ব করছেন। সংগীত পরিচালক হিসেবে অস্কার, ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার জিতেছেন। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেয়েছেন সম্মাননা ও স্বীকৃতি। এবার রূপালি পর্দায় আসছেন এ আর রহমান। খ্যাতিমান এই সংগীতশিল্পীর নতুন খবরে চমকে গেলেন ভক্তরা। যা নিয়ে সংগীত মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

‘মুনওয়াক’ সিনেমায় দিয়ে শুরু হচ্ছে অভিনয়
নতুন বছরে মুক্তি পেতে যাওয়া ‘মুনওয়াক’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখছেন তিনি। বছরের প্রথম দিনে এই খবরটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মাঝে তৈরি হয়েছে কৌতূহল। গত বছর থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল, এক ভিন্ন অবতারে দেখা যাবে এ আর রহমানকে। এবার সিনেমায় তার অভিনয়ের খবর আসতে নিশ্চিত হওয়া গেল বিষয়টি।
কমেডি ঘরানার ‘মুনওয়াক’ সিনেমা পরিচালনা করছেন মনোজ এনএস। পরিচালকের বরাতে জানা গেছে, রহমান শুরুতেই ছবিটির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছিলেন। গান রেকর্ডিংয়ের পর তাকে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়। চরিত্রটি সম্পর্কে বিস্তারিত শুনে তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান।
সিনেমায় রহমানকে কিছুটা ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ঘরানার এক পরিচালকের চরিত্রে দেখা যাবে। চরিত্রটি কাল্পনিক হলেও এতে গল্পের গুরুত্বপূর্ণ মোড় রয়েছে। শুটিং সেটে তাকে দারুণ প্রাণবন্ত ও সাবলীল অভিনয় করতে দেখা গেছে।

মে মাসে মুক্তি পাচ্ছে ‘মুনওয়াক’ সিনেমা
সব মিলিয়ে এটি এমন এক চমক, যা দর্শকরা কখনও কল্পনা করেননি। সব মিলিয়ে এটি এমন এক চমক, যা দর্শকরা কখনও কল্পনা করেননি। এতে রহমান-প্রভুদেবা জুটি ছাড়াও অভিনয় করছেন যোগী বাবু, আজু ভার্গিজ, অর্জুনসহ আরও অনেকে। ‘ মুনওয়াক’ মুক্তি পেতে চলেছে আগামী মে মাসে।