Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬

শৈল্পিক ও বৈচিত্র্যময় হতে যাচ্ছে নতুন বছরের ঢালীউড

শৈল্পিক ও বৈচিত্র্যময় হতে যাচ্ছে
কোলাজ ছবি

নতুন বছরের ঢালীউড

সদ্য বিদায়ী বছরে ৪৬ টি সিনেমা মুক্তি পেয়েছে। তবে ব্যবসা সফল হয়েছে হাতে গোনা কয়েকটি সিনেমা। আগের বছরের মতো এ বছরও মুক্তির অপেক্ষায় রয়েছে একাধিক নতুন সিনেমা। এসবের গল্প আর নির্মাণে রয়েছে নতুনত্বের প্রতিশ্রুতি। এসব ছবিতে পুরাতন তারকারা থাকলেও তাদের দেখা যাবে নতুনদের সাথে নতুনরূপে। শাকিব খান, আফরান নিশো, শরীফুল রাজ, সিয়াম আহমেদদের বিপরীতে বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, নাজিফা তুষি, তাসনিয়া ফারিণ, সাবিলা নূররা থাকছেন। সব মিলিয়ে শৈল্পিক ও বৈচিত্র্যময় হতে যাচ্ছে নতুন বছরের ঢালীউড।

বিগত কয়েক বছরের মতো এবছরেও থাকছে শাকিব খান চমক। তুফান, বরবাদ, তান্ডবের মতো সিনেমাগুলো দিয়ে নিজেকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছেন তিনি। নতুন বছরেও থাকছে তাঁর চারটি সিনেমা। এর মধ্যে সাকিব ফাহাদের সোলজার ও আবু হায়াত মাহমুদের প্রিন্স–এর কাজ চলছে। দুটি সিনেমাই ঈদে মুক্তি পাবে।

শৈল্পিক ও বৈচিত্র্যময় হতে যাচ্ছে

এছাড়া গত বছর রায়হান রাফী জানিয়েছিলেন, ২০২৬ এ শাকিব খানকে নিয়ে সিনেমার শুটিং করবেন তিনি যা ঈদুল আজহায় আসার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বছরের মাঝামাঝি নতুন এক নাট্য পরিচালকের সিনেমায়ও শাকিবের থাকার কথা।


শাকিবের পরেই দেশের অন্যতম জনপ্রিয় নায়ক আফরান নিশো। তাঁর প্রথম সিনেমা সুড়ঙ্গ দিয়েই বাজিমাত করেছেন তিনি। গত বছর দাগি সিনেমা দিয়েও কুড়ান দর্শকদের ভালোবাসা। এ বছর আছেন সিনেমা ‘দম’ নিয়ে। সিনেমাটি দিয়ে দীর্ঘদিন পর সিনেমা নির্মানে ফিরছেন রেদওয়ান রনি। কাজাখস্তানে সিনেমাটির প্রথম অংশের শুটিং হয়েছে। সিনেমাটি এ বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে। সিনেমায় পূজা চেরী, চঞ্চল চৌধুরীসহ অনেকেই অভিনয় করেছেন।

শৈল্পিক ও বৈচিত্র্যময় হতে যাচ্ছে


আলোচনায় আছেন দেশের আরেক জনপ্রিয় ও উঠতি স্টার সিয়াম আহমেদ। গত বছর নাম ভূমিকায় ছিলেন জংলি সিনেমায়। এছাড়া নজর কেড়েছেন তাণ্ডব সিনেমার ক্যামিওতে হাজির হয়ে। এ বছরও থাকছেন তিনি দুটো সিনেমায়। রায়হান রাফীর নির্মানে সিনেমা আন্ধার-এর প্রধান চরিত্রে দেখা যাবে। সিনেমায় তাঁর সহশিল্পী নাজিফা তুষি। প্রথমবারের মতো ভৌতিক গল্প নিয়ে হাজির হচ্ছেন রাফী। এতে চঞ্চল চৌধুরী, আফসানা মিমিসহ আরও অনেকে রয়েছেন। সিনেমাটি এ বছর মুক্তির কথা রয়েছে। এছাড়াও সিয়াম আসছেন আরেক সিনেমা রাক্ষস নিয়ে। যার প্রথম লুক ইতোমধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে দর্শক মনে।

শৈল্পিক ও বৈচিত্র্যময় হতে যাচ্ছে নতুন বছরের ঢালীউড

শৈল্পিক ও বৈচিত্র্যময় নির্মাতারা

কেবল নায়ক- নায়িকাই নন চমকের তালিকায় আছেন নির্মাতাও। গত বছর ‘বরবাদ’ দিয়ে আলোচনায় এসেছিলেন তরুণ পরিচালক মেহেদী হাসান। রাক্ষস সিনেমাটিও তিনি নির্মাণ করছেন। সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করছেন সুস্মিতা চ্যাটার্জি।

শৈল্পিক ও বৈচিত্র্যময় হতে যাচ্ছে
রাক্ষস সিনেমার ফার্স্ট লুকে সিয়াম | ছবি: ফার্স্টলুক থেকে

গত বছর উৎসব সিনেমা দিয়ে বাজিমাত করেছেন নির্মাতা তানিম নূর। সেই তানিম নূর এবার আসছেন নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে। ইতিমধ্যে সিনেমার শুটিং শুরু করেছেন। সিনেমায় নতুন করে পর্দায় আসছেন পরাণখ্যাত নায়ক শরীফুল রাজ। এ ছাড়া সিনেমায় অভিনয় করছেন মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, সাবিলা নূর। এ বছর ঈদুল ফিতরে আসবে সিনেমাটি। এবার আন্তর্জাতিক মানের সিনেমা তৈরি করে হৈচৈ ফেলে দিয়েছেন ‘হাওয়া’ সিনেমার নির্মাতা মেজবাউর রহমান সুমন। তিনি নির্মাণ করেছেন সিনেমা ‘রইদ’। সিনেমাটি ইতিমধ্যে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান শাখা টাইগার কম্পিটিশন বিভাগে মনোনয়ন পেয়েছে। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন নির্মাতা। সিনেমা থাকছেন হাওয়া খ্যাত নায়িকা নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। সিনেমাটি এ বছর মুক্তির কথা রয়েছে।

শৈল্পিক ও বৈচিত্র্যময় হতে যাচ্ছে
রইদ ও নির্মাতা মেজবাউর রহমান সুমন | ছবি: কোলাজ


গেল ডিসেম্বরে জানা যায়, রাজশাহীতে গোপনে শুটিং করছেন আরিফিন শুভ। নতুন এই সিনেমার প্রাথমিক নাম মালিক অথবা শিকার। এটি পরিচালনা করছেন সাইফ চন্দন। সিনেমায় শুভর জুটি হয়েছেন বিদ্যা সিনহা মিম। অ্যাকশন সিনেমাটি এ বছর মুক্তি পাবে।

 
অভিনেতা বাপ্পারাজও দীর্ঘ বিরতি দিয়ে শুটিংয়ে ফিরেছেন। বিদায় নামের এই সিনেমায় তাঁর সহশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটির পরিচালক মেহেদী হাসান। এটিও এ বছর মুক্তি পাবে।


নতুন বছরে অপু বিশ্বাসও থাকছেন। তাঁর সঙ্গে দূর্বার সিনেমায় থাকছেন আবদুন নূর সজল। এছাড়াও সজল থাকছেন শবনম বুবলীর সঙ্গে শাপলা শালুক নামের আরেকটি সিনেমায়।  

বৈচিত্র্যময় ঢালীউডের ৫০ সিনেমা


বনলতা এক্সপ্রেস ছাড়াও এ বছর বনলতা সেন নামে আরেকটি সিনেমা আসছে মাসুদ হাসানের। সিনেমায় কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। তাঁর সঙ্গে রয়েছেন মাসুমা রহমান নাবিলা। সিনেমাটির দিকেও দর্শকদের আলাদা নজর রয়েছে।বছর শেষে নতুন আরেকটি ছবির খবর দেন পরিচালক রুবাইয়াত হোসেন। তাঁর সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’–এ অভিনয় করেছেন দেশের তিন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সুনেরাহ্ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমু। সিনেমাটি আন্তর্জাতিক সিনেমা উৎসবে শেষে এ বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে।

এ বছর রটারড্যাম চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার ও কম্পিটিশন করবে শৈল্পিক ঘরানার সিনেমা মাস্টার। এটি নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের। এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন।

এ ছাড়া ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা প্রীতিলতা। এতে থাকছেন পরিমনি। এ বছর নতুন করে শুটিং হবে। জানা যায়, সিনেমাটি এ বছরই মুক্তি পাবে।


সব মিলিয়ে ২০২৬ সালে বছরব্যাপী বিভিন্ন সময়ে মুক্তি পেতে পারে প্রায় ৫০টির মতো সিনেমা। সব মিলিয়ে নতুন বছরের ঢালীউড হতে যাচ্ছে আরো শৈল্পিক, বৈচিত্র্যময় ও প্রতিযোগিতামূলক।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭ বছরের মাথায় কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ

সালমার সম্মান-মর্যাদা অটুট থাকবে: সানাউল্লাহ সাত বছরের মাথায় বিচ্ছেদ হয়েছে কণ্ঠশিল্পী ও ‘ক্লোজআপ ওয়ান’ তারকা…
সাত বছরের মাথায় কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ

‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে যে কষ্ট দেওয়া হয়েছে’  

খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বেবী নাজনীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যম…
রাজনৈতিক প্রতিহিংসার কারণে

খালেদা জিয়ার মৃত্যু – তিন দিন বন্ধ থাকবে শিল্পকলা

সাবেক প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা খালেদা জিয়ার মৃত্যু তে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে তিন দিন…
খালেদা জিয়ার মৃত্যু: তিন দিন বন্ধ থাকবে শিল্পকলা
0
Share