Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫

২০২৫ – বছরজুড়ে আলোচিত সেরা ১৫ গান

বছরজুড়ে আলোচিত সেরা ১৫ গান

আলোচিত সেরা ১৫ গান

শেষ হতে চলেছে ২০২৫ সাল। বছর জুড়ে দেশের সংগীতাঙ্গনে মুক্তি পেয়েছে অসংখ্য গান। এর মধ্যে চলচ্চিত্র, ওটিটি, নাটক, কোক স্টুডিওর প্ল্যাটফর্মে এবং ছিলো একক গানও। এই সব মাধ্যমের গানের মধ্যে বেশকিছু গান শ্রোতাদের মাঝে আলোড়ন তুলেছে। কিছু গান শীর্ষে রয়েছে ভিউয়ের কারণে। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সেসব গান থেকে দেখে নেয়া যাক বছরজুড়ে আলোচিত সেরা ১৫ গান যা দর্শক ও শ্রোতা মনে আলোড়ন তুলেছে।

১. ‘লিচুর বাগানে’

রায়হান রাফি নির্মিত সিনেমা ‘তাণ্ডব’। এই সিনেমার ‘লিচুর বাগানে’ গানটি এ বছরের অন্যতম আলোচিত গান। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম, জেফার, মঙ্গল মিয়া ও আলেয়া বেগম। চরকীর ইউটিউব চ্যানেলে গানটির ভিউ ৪৪ মিলিয়ন।

২. ‘চাঁদমামা’

শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার গান ‘চাঁদমামা’। গানটি বছরের সবচেয়ে আলোচিত গানের তালিকার মধ্যে অন্যতম। গানটি গেয়েছেন প্রীতম হাসান ও অদিতি রহমান দোলা। গানটির সুর ও সংগীত করেছেন প্রীতম হাসান। গানটি প্রীতম হাসানের চ্যানেলে ভিউ ৭৭ মিলিয়ন এবং এনার্জি ৮৪ মিলিয়ন।  

৩. ‘মহাজাদু’

হাবিব ওয়াহিদ ও মেহেরনিগরি রুস্তমের কণ্ঠে ‘মহাজাদু’ গানটি বেশ আলোচিত হয়েছে। কোক স্টুডিও বাংলার এই গানটি প্রকাশ হওয়ার পর সব ধরনের দর্শক গানটি বেশ পছন্দ করেছেন। গানটি কোক স্টুডিওর চ্যানেলের ভিউ ৪৯ মিলিয়ন।

৪. ‘গুলবাহার’

‘গুলবাহার’ গানটি বছরের অন্যতম আলোচিত ও প্রশংসিত গান। গানের কথা ও সুর করেছেন ঈশান মজুমদার। গানটিতে কণ্ঠ দিয়েছেন ঈশান মজুমদার ও শুভেন্দু দাস শুভ। শিল্পীর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত গানটির ভিউ ৩ কোটিরও বেশি।

৫. ‘দুষ্টু কোকিল’

গানটি তুফান সিনেমার গান। গানটির গীতিকার ও সুরকার আকাশ সেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও আকাশ সেন চরকি ও এসবিএফের ইউটিউব চ্যানেল মিলিয়ে এ গানের ভিউ ৫০ কোটির বেশি। এর মাঝে চরকির ইউটিউবে গানটি দেখা হয়েছে ৩৯ কোটি ৯১ লাখ ৪৮ হাজার বারের বেশি আর এসবিএফ ইউটিউবে ১৬ কোটি ৪০ লাখ বারের বেশি।   

. ‘কন্যা’ 

‘জ্বীন-৩’ সিনেমার ‘কন্যা’ গানটি দর্শক-শ্রোতাদের মাঝে বেশ আলোচিত হয়েছে। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন ইমরান ও কনা। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানের সুর ও সংগীতায়োজন করেন ইমরান। 

৭. ‘আমার দিনগুলো সব যায় হারিয়ে আঁধারে’

হাবিব ওয়াহিদ ও ন্যানসির দ্বৈতকণ্ঠে ‘হৃদয়ের কথা’ নাটকের ‘আমার দিনগুলো সব যায় হারিয়ে যায় আঁধারে’ গানটি বেশ আলোচিত হয়েছে। গানের কথা লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।

৮. ‘বাজি’

দর্শকনন্দিত কণ্ঠশিল্পী ইমন চৌধুরী ও হাশিম মাহমুদের কণ্ঠে কোক স্টুডিও বাংলার ‘বাজি’ গানটি শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। 

৯. ‘মহামায়া’

‘বরবাদ’ সিনেমায় গানটিতে কণ্ঠ দিয়েছেন মাঈনুল আহসান নোবেল। সোমেশ্বর অলির কথায় গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী, সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

১০. ‘মায়াবী’

 ‘বরবাদ’ সিনেমায় কোনাল ও ইমরানের দ্বৈত কণ্ঠে ‘মায়াবী’ গানটিও শ্রোতাদের মধ্যে বেশ আলোচিত হয়েছে। 

১১. ‘বন্ধু গো শোনো’

‘জংলি’ সিনেমায় প্রিন্স মাহমুদের সুরে ‘বন্ধু গো শোনো’ গানটি চলতি বছরের প্রশংসিত গানের তালিকায় রয়েছে। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন ইমরান ও কনা। 

১২. ‘তুই আমার আলতা চুড়ি না’

নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী সানজিদা রিমির কণ্ঠে ‘তুই আমার আলতা চুড়ি না’ গানটির মিউজিক ভিডিও শ্রোতাদের মাঝে বেশ আলোচিত হয়েছে। গানের কথা লিখেছেন নূরে আলম মামুন, সুর করেছেন আফনান অন্তর। সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। 

১৩. ‘চুড়ি ছাম ছাম’

শিল্পী লুইপার কণ্ঠে ‘চুড়ি ছাম ছাম’ গানের মিউজিক ভিডিও বছর শেষে বেশ আলোচিত হয়েছে। গানটির কথা লিখেছেন সিফাত আব্দুল্লাহ, সুর ও সংগীতায়োজন করেছেন তানভীর।

১৪. ‘লাগে উরাধুরা’

গানটি রায়হান রাফী নির্মিত তুফান সিনেমার গান। গানটি গেয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। গানটির কোরাস অংশ লিখেছেন শরীফ উদ্দিন, বাকি গানটি লিখেছেন রাসেল মাহমুদ। সঙ্গীতায়োজন করেছেন প্রীতম হাসান। চরকি ও এসবিএফের ইউটিউব চ্যানেল মিলিয়ে এ গানের ভিউ ৪৪ কোটি ৯৫ লাখের বেশি।

১৫. ‘লং ডিসট্যান্স লাভ’

গানটি লিখেছেন অঙ্কন কুমার রায় এবং প্রগতা নাওহা। গেয়েছেন ও দুজনেই। গানটি প্রকাশিত হয়েছে কোক স্টুডিও বাংলার চ্যানেলে। তরুণ-তরুণীদের মধ্যে গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। গানটির এখন পর্যন্ত ৪৬ মিলিয়ন ভিউ হয়েছে।  

 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আনারসের জীবন নিয়ে ‘আনারসের ঢাকা সফর’ মঞ্চস্থ হচ্ছে

আনারসের জীবন নিয়ে ‘আনারসের ঢাকা সফর’ টাঙ্গাইল জেলার মধুপুর আনারসের জন্য বিখ্যাত। সেই মধুপুরের একটি বাগানের…
আনারসের জীবন নিয়ে ‘আনারসের ঢাকা সফর'

ফরাসি কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন  

ফরাসি কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দো ফরাসি কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন । দ্য গার্ডিয়ানের…
অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন
0
Share