তারকাদের কারা কারা বিয়ে করেছেন ?
সমাপ্তির পথে ২০২৫ সাল। নানা ঘটনার মধ্য দিয়ে অবশেষে শেষ হচ্ছে বছরটি। বছরটি দেশের শোবিজ অঙ্গনের তারকাদের জন্যও ছিলো ঘটনা বহুল। অনেকের জীবনেই এসেছে নতুন দিগন্ত, এসেছে নতুন জীবনসঙ্গী। দেশের বেশকিছু তারকা বিয়ে করেছেন এ বছর। তাদের প্রেম, বিয়ে ছিলো শোবিজ অঙ্গনের অন্যতম আলোচনার বিষয়। চলুন দেখে নেয়া যাক, এ বছর দেশের তারকাদের কারা কারা বিয়ে করেছেন ?
তারকাদের মধ্যে বিয়ে করেছেন যারা
তাহসান খান-রোজা আহমেদ

২৫ সালের শুরুর আমেজের মধ্যেই চমকে দেয়ার মতো খবর আসে শোবিজ অঙ্গনে। দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বিয়ে করেছেন এই খবরে ভরে উঠে সামাজিক মাধ্যম। গত ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হয় বিয়ের আয়োজন। আর বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে চলে তুমুল আলোচনা চলে নেটদুনিয়ায়। তার বিয়েতে উঠে আসে মিথিলার নামও। কারণ ব্যক্তিজীবনে তাহসানের প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।
মেহজাবীন চৌধুরী- আদনান আল রাজীব

দীর্ঘ ১৩ বছর ধরে প্রেম করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ১৩ বছরের লুকোচুরি প্রেমের শেষে গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেন তিনি। তবে বিয়ের খবরটি তারা প্রকাশ্যে আনেন ২৪ ফেব্রুয়ারি। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর বিয়ের মধ্য দিয়ে ১৩ বছরের সম্পর্কের পরিণয় ঘটে এই তারকা দম্পতির।
শবনম ফারিয়া – তানজিম তৈয়ব

প্রথম সংসার থেকে বিচ্ছেদ ঘটে প্রায় পাঁচ বছর আগে। একাকীত্বের অবসান ঘটিয়ে অবশেষে এ বছরের সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী শবনম ফারিয়া। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ফারিয়ার দ্বিতীয় স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা। দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। এর আগে ২০১৮ সালে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। তার সাথে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ ঘটে। অবশেষে এ বছর নতুন জীবন শুরু করেন এই অভিনেত্রী।
শামীম হাসান সরকার – আফসানা প্রীতি

চলতি বছরের এপ্রিল মাসে বিয়ে করেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতিকে বিয়ে করেন এই অভিনেতা। শামীম বিয়ে নিয়ে প্রায়শই মজা করতেন বলে তার সত্যিকারের বিয়ের খবর নিয়ে ভক্তরা বেশ ধোঁয়াশায় ছিলেন। পরে বিয়ের সত্যি বলে জানান এই অভিনেতা।
নিধি ও রাবা খান

আরাফাত মহসিন নিধি ও রাবা খান | ছবি: ফেসবুক
এ বছরের ৪ এপ্রিল বিয়ে করেন গায়ক, সংগীত পরিচালক ও নির্মাতা আরাফাত মহসিন নিধি। তিনি বিয়ে করেন কনটেন্ট ক্রিয়েটর রাবা খানকে। আরাফাত মহসিন নিধি ‘বরবাদ’ সিনেমার আবহ সংগীতের কাজ করেছেন। এর আগে ‘তুফান’ সিনেমার গানেও ছিলেন তিনি। এ ছাড়া তৈরি করেছেন ‘দাগি’ সিনেমার গানও। অন্যদিকে রাবা খান একজন কনটেন্ট ক্রিয়েটর। ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের অনূর্ধ্ব–৩০ ক্যাটাগরিতে এশিয়া–প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত ৩০ তরুণ উদ্যোক্তার তালিকায় তিনি স্থান পেয়েছিলেন তিনি।
জামিল হোসেন – মুনমুন আহমেদ

গত ৬ এপ্রিল বর্তমান সময়ের ছোটপর্দার অভিনেতা জামিল হোসেন বিয়ে করেন। তার স্ত্রীর নাম মুনমুন আহমেদ। তিনিও অভিনয়ে সঙ্গে যুক্ত। স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকেও কাজ করেছেন জামিল। সেই অভিনয় থেকেই দুজনের পরিচয় ও প্রণয়। এই প্রেমকে স্থায়ী রূপ দিতে দুজনেই বিয়ের আসনে বসেন। আবদ্ধ হন চিরজনমের সাথী হিসেবে।
বাঁধন সরকার পূজা – শুভংকর সেন

বাঁধন সরকার পূজা ও শুভংকর সেন | ছবি: ফেসবুক
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা বিয়ে করেন এ বছরের ২৪ নভেম্বর। তার বরের নাম শুভংকর সেন। শুভংকর পেশায় একজন মডেল এবং চাকরিজীবী। পূজার গাওয়া ১০টিরও বেশি গান কোটি ভিউয়ের ঘর পার করেছে। সেই গানের তালিকায় রয়েছে ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাতজনম’, ‘এত কাছে’, ‘চুপিচুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া’, ‘কেন বারে বারে’, ‘মানে না মন’ ও ‘মিউজিক তোমায়’।
সব মিলিয়ে ২০২৫ সাল ছিলো দেশের শোবিজ অঙ্গনের তারকারদের জন্য সুখের বছর। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রেমকে পরিণয়ে রূপ দিয়েছেন অনেকে, আবার কেউ অতীতের তিক্ততা ভুলে নতুন করে বাঁচতে সঙ্গী নির্বাচন করেছেন। পর্দার প্রিয় তারকাদের বাস্তবের এই নতুন জীবনে ভক্তরা শুভকামনা জানিয়েছেন। নতুন এই দম্পতিদের জীবনে সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন দর্শক ও নেটিজেনরা।