Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

বদলে যাওয়ার নামই শাকিব খান

বদলে যাওয়ার নামই শাকিব খান
শাকিব খান | ছবি: শাকিব খানের ফেসবুক

মেগাস্টার শাকিব খান

একজন নায়ক কতবার নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারেন? ঢালিউডে এই প্রশ্নের সবচেয়ে জীবন্ত উত্তর সম্ভবত শাকিব খান। দুই দশকের বেশি সময় ধরে বড় পর্দায় রাজত্ব করেও তিনি থেমে যাননি একই ছাঁচে। বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজের লুক, অভিনয় আর উপস্থিতিকে বারবার ভেঙে গড়ে তুলেছেন নতুনভাবে। এখন যেন বদলে যাওয়ার নামই শাকিব খান হয়ে দাঁড়িয়েছে।

গত কয়েক বছর ধরে শাকিব খানের প্রতিটি সিনেমায় দর্শক দেখছেন ভিন্ন এক রূপ। কখনও চরিত্রে, কখনও স্টাইলে, এই নিরন্তর পরিবর্তন নিয়ে ভক্তদের কৌতূহল ছিল দীর্ঘদিনের। অবশেষে সেই প্রশ্নের জবাব এল খোদ মেগাস্টারের কাছ থেকেই।

বদলে যাওয়ার নামই শাকিব খান
ইন্সটাগ্রামে শাকিব খানের প্রতিউত্তর | ছবি: স্ক্রিনশট

সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন শাকিব খান। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া ছবিটির মন্তব্যের ঘরে এক প্রশ্নের সম্মুখীন হন মেগাস্টার শাকিব খান।

ওই ভক্ত শাকিব খানকে মেনশন করে লেখেন, “ভাই কেমনে সম্ভব? একটা মানুষ এতো তাড়াতাড়ি কীভাবে নিজেকে চেঞ্জ করে ফেলে?”

ভক্তের এমন কৌতূহলের জবাব শাকিব খান দিয়েছেনও। প্রতিউত্তরে তিনি বলেন, নিজেকে বদলানোর পেছনে রয়েছে সময়ের সঠিক ব্যবহার, অভিজ্ঞতা আর শেখার প্রবল আগ্রহ।

বদলে যাওয়ার নামই শাকিব খান
শাকিব খান | ছবি: ফেসবুক

ওই প্রশ্নের উত্তর দিয়ে তিনি লেখেন,“সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগোনো বন্ধ করে, তারা পিছিয়ে পড়ে। আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই, আর বিশ্বাস করি প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ। চেষ্টা করেই দেখো, তুমিও পারবে !

শাকিব খানের এই মন্তব্য ভক্তদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ার এই মানসিকতাই তাকে এত বছর ধরে শীর্ষে ধরে রেখেছে।

এদিকে কাজের দিক থেকেও থেমে নেই মেগাস্টার। সামনে রয়েছে একাধিক নতুন প্রজেক্ট, যেখানে আবারও ভিন্ন কোনো অবতারে শাকিব খানকে দেখার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা। বদলে যাওয়ার এই যাত্রা যে এখানেই শেষ নয়, সেটাই যেন আবার মনে করিয়ে দিলেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘নবীন-প্রবীণ নাট্যমেলা’

শিল্পকলা একাডেমিতে নাট্যমেলা আজ রবিবার শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘নবীন–প্রবীণ নাট্যমেলা’। নাট্যতীর্থের…
শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে

ওসমান হাদির মৃত্যুতে তারকাদের শোক

হাদির মৃত্যুতে স্তব্ধ সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মারা গেছেন। বৃহস্পতিবার…

মেহজাবীনের বিরুদ্ধে মামলার শুনানি পেছাল

মামলার বিষয়ে জবাব দাখিলের সময় ১২ জানুয়ারি অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে মামলার শুনানি পেছাল ।  আগামী ১২…
মেহজাবীনের বিরুদ্ধে মামলার শুনানি পেছাল
0
Share