হাদির মৃত্যুতে স্তব্ধ সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মারা গেছেন। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর দেশের বিভিন্ন বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। ওসমান হাদির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে তারকাদের মাঝেও। এই মৃত্যু সংবাদে স্তব্ধ সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক শোকবার্তায় স্মরণ করছেন হাদির জীবন, চিন্তা ও অবদানকে। অভিনেতা, সংগীতশিল্পী, নির্মাতা থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের শিল্পীরা ফেসবুকে ব্যক্ত করেছেন তাদের গভীর বেদনা ও ক্ষোভ।

চিত্রনায়ক সিয়াম আহমেদ হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।”
শোক-উদ্বেগ প্রকাশ রুকাইয়া জাহান চমকের
হাদির মৃত্যু ঘিরে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই মৃত্যুকে ঘিরে বাকস্বাধীনতা, ভিন্নমত এবং প্রশ্ন করার অধিকার নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন।

চমক তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন, হাদি কোনো এমপি বা মন্ত্রী ছিলেন না, কারও অধিকার আত্মসাৎ করেননি কিংবা সাধারণ মানুষের ওপর অন্যায় করেননি। তবুও সামান্য কথার দায়ে একটি জীবন এভাবে শেষ হয়ে যেতে পারে এই বাস্তবতা তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে বলে জানান তিনি।
হাদী স্বাধীনতা-সর্বভৌমত্বের প্রতীক: তিশা

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘শহীদ ওসমান বিন হাদী স্বাধীনতা-সর্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন। ’
অভিনেতা তৌসিফ মাহবুব ওমর হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” তার এই শোকবার্তায় সহকর্মী শিল্পী ও ভক্তরা সমবেদনা জানিয়েছেন।
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ওমর হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের হাদি আর নেই।” তার এই শোকবার্তায় ভক্ত ও সহকর্মীরাও সমবেদনা জানিয়েছেন।

অভিনেত্রী তানিয়া বৃষ্টি সামাজিক যোগাযোগমাধ্যমে ওমর হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন। সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে তিনি ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে শোক প্রকাশ করেন।