সনি লিভ প্রযোজিত সিরিজ ‘জ্যাজ সিটি’
আরিফিন শুভ বহুদিন চুপচাপ থেকে অবশেষে ফিরছেন বেশ ঝলক নিয়ে। করছেন আগামী ঈদের সিনেমার জন্য শুটিং। তবে এরই মধ্যে আরেকটি সংবাদ দর্শক মহলে ছড়িয়েছে বেশ। বলিউডের ‘জ্যাজ সিটি’ সিরিজে অভিনয় করেছিলেন শুভ। মঙ্গলবার সন্ধ্যায় সিরিজের টিজারও প্রকাশ্যে এসেছে। বলিউডে আরেফিন শুভ-কে দেখে বেশ উচ্ছ্বসিত তার ভক্ত ও অনুরাগীরা।
বাংলাদেশের খুবই অল্প কয়েকজন অভিনেতা বলিউডে কাজ করেছেন। তার মধ্যে মুখ্য চরিত্রে ছিলেন না কেউই। তবে এবার নতুন দিগন্ত উন্মোচন করলেন আরিফিন শুভ। ‘জ্যাজ সিটি’র টিজার দেখে মনে হয়েছে, বলিউডের এই সিরিজে তিনিই গল্পের কেন্দ্রবিন্দু।

সনি লিভ প্রযোজিত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে জিমি রায়ের চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে। প্রকাশিত টিজারের কয়েক ঝলক দেখে বুঝা গেছে পুরো সিরিজটি আবর্তিত হবে জিমি রায়কে ঘিরে।
যে ভঙ্গিতে বলিউডে আরেফিন শুভ-কে দেখা গেল
প্রকাশিত টিজারে আরিফিন শুভকে একাধিক লুকে দেখা গেছে। ধূসর রঙের স্লিম কাট স্যুটে সংযত ও গম্ভীর অবস্থায়, আবার সাদা ঝকঝকে স্যুটে নাচের ছন্দে। তার রেট্রো চুল আর পোশাকে ফুটে উঠেছে ৭০ দশকের আবহ। তবে লুকেই নয়, তার চলন-বলন এবং অভিব্যক্তিতেও সেই সময়কে জীবন্ত করে তুলেছেন আরেফিন শুভ।

জিমি রায় চরিত্র নিয়ে জানতে চাইলে শুভ জানান, ‘এটি একটি বহুমাত্রিক গল্প-যেখানে সংলাপের পাশাপাশি সংগীতও সমানভাবে কথা বলে। সংগীত, নীরবতা আর অনুভূতির সমন্বয়ে জ্যাজ মিউজিক এক গভীর আবহ তৈরি হয়েছে।’
তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই সিরিজে তিনি সংলাপ দিয়েছেন মোট চারটি ভাষায়-বাংলা, হিন্দি, উর্দু এবং ইংরেজিতে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় ও সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘জ্যাজ সিটি’ সিরিজটি। তৎকালীন ওই সময়ের টানাপোড়েন, পরিবর্তন আর মানুষের ভেতরকার দ্বন্দ্বই উঠে আসবে এই গল্পে।
সৌমিক সেন সিরিজটির পরিচালক, গল্পকার ও চিত্রনাট্যকার। তিনি এর আগে আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহকারী নির্মাতা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন।

সিরিজে আরেফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সৌরসেনী মিত্র। এছাড়াও আছেন বলিউড ও টলিউডের আরও বেশকিছু পরিচিত মুখ।
সনি লিভ মারফত জানা গেছে ‘জ্যাজ সিটি’ মুক্তি পাবে ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি।
দেশের প্রেক্ষাগৃহে আরিফিন শুভর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো ‘নীলচক্র’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’।