আয়োজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
ঢাকায় পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের কনসার্ট বাতিল হয়েছে সম্প্রতি। কনসার্ট ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল তা শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে আদালতে। কনসার্ট বাতিল হওয়ার পরও টিকিটের টাকা ফেরত না পাওয়ার অভিযোগে উঠেছে আয়োজক প্রতিষ্ঠানের নামে। সেই সূত্রেই আতিফ আসলামের কনসার্ট আয়োজকদের পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে ঢাকার আদালতে।
সোমবার ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে প্রতারণার অভিযোগে মামলার আবেদন করেন ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মামলার আসামিরা হলেন আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকের সহ-প্রতিষ্ঠাতা কাজী রাফসান ও ব্রিতি সাবরিনা খান, চলঘুরি লিমিটেড, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল এবং চেয়ারম্যান প্রমি ইসলাম।
আতিফ আসলামের কনসার্ট নিয়ে মামলা
মামলার অভিযোগে বলা হয়, প্রয়োজনীয় সরকারি অনুমতি ও নিরাপত্তা নিশ্চিত না করেই আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে টিকিট বিক্রি শুরু করেন। চলতি বছরের ১৬ নভেম্বর একটি ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়, উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম ঢাকায় লাইভ কনসার্ট করতে সম্মত হয়েছেন। শুরুতে ভেন্যু জানানো না হলেও পরে বলা হয়, পূর্বাচল নিউটাউনের আন্তর্জাতিক বাণিজ্যমেলা প্রাঙ্গণে অনুষ্ঠানটি হবে। এ ঘোষণার পর বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামি ব্রিতি সাবরিনা খান একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে কথিত কনসার্টের পক্ষে প্রচারণা জোরদার করেন। কিন্তু নির্ধারিত সময়ে অনুষ্ঠান না হওয়ায় দর্শকরা টিকিটের টাকা ফেরত চাইতে থাকেন। শুরুতে বিভিন্ন সময়ে অনলাইনে কিছু অর্থ ফেরত দেওয়া হলেও পুরো টাকা পরিশোধ করা হয়নি।
এক পর্যায়ে ১২ ডিসেম্বর ফেসবুকে জানানো হয়, সরকারি অনুমতি না থাকায় কনসার্টটি এখন করা যাচ্ছে না এবং আগামী নির্বাচনের পর অনুষ্ঠান আয়োজনের কথা বলা হয়। এরপর টাকা ফেরত ও ক্ষমা চেয়ে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে আইনি নোটিশ পাঠান বাদী। সেই সময়সীমার মধ্যেও কোনো সমাধান না হওয়ায় মামলার আশ্রয় নেওয়া হয়।
বাদীর দাবি, কনসার্ট বাতিলের পরও একাধিক ভুক্তভোগীর কাছ থেকে মোট ৮৬ হাজার ৬৩২ টাকাসহ আরও অনেকের টিকিটের অর্থ ফেরত দেওয়া হয়নি। বিষয়টি পরিকল্পিত প্রতারণা ও অর্থ আত্মসাতের শামিল বলেই মামলায় উল্লেখ করা হয়েছে।
এখন সবকিছু নির্ভর করছে তদন্তের ওপর। কনসার্টের মঞ্চে আতিফ আসলামের গান শোনার অপেক্ষা যেটা ছিল দর্শকদের, সেটি আপাতত রূপ নিয়েছে সংগীতপ্রেমীদের টিকিটের টাকা ফেরত পাওয়া আইনি লড়াইয়ে।