বিদ্যা সিনহা মিম
ভ্রমণ শেষে দেশে ফিরেই দেশে ফিরেই নতুন যাত্রার ঘোষণা দিলেন বিদ্যা সিনহা মিম । মালদ্বীপ থেকে দেশে ফিরেই জানালেন, তিনি অভিনয় করতে যাচ্ছেন একটি নতুন ওয়েব ফিল্মে। নাম এখনো চূড়ান্ত না হলেও গতকালই এই ফিল্মটির জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

জানা গেছে, আবেগনির্ভর গল্পের এই ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন পরিচালক কাজী আসাদ। এর আগে তিনি মোশাররফ করিমকে নিয়ে নির্মাণ করেছিলেন প্রশংসিত সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’। নতুন এই প্রজেক্টেও তিনি দর্শকদের সামনে ভিন্ন কিছু উপহার দিতে চান।
পরিচালক কাজী আসাদ জানান, মিম ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী ও গ্ল্যামারাস অভিনেত্রী। সাধারণত তাকে গ্ল্যামারধর্মী চরিত্রেই দেখা যায়। কিন্তু এবার সেই পরিচিত গণ্ডির বাইরে এনে ভিন্ন এক চরিত্রে উপস্থাপন করাই তাদের লক্ষ্য। পরিচালকের ভাষায়, একজন অভিনেত্রীকে ভেঙে নতুনভাবে গড়ে তোলার চ্যালেঞ্জটাই এখানে সবচেয়ে আকর্ষণীয়।
ওয়েব ফিল্মে আসছেন বিদ্যা সিনহা মিম
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে কাজ বেছে বেছে করার কারণও খোলাসা করেছেন মিম। তিনি জানান, কাজের প্রস্তাব কম আসেনি, কিন্তু গল্প বা সামগ্রিক প্রস্তুতিতে নিজের সঙ্গে মিল খুঁজে পাননি। কাজী আসাদের গল্প শোনার পর এবং তার আগের কাজ দেখার পরই মনে হয়েছে, এই ফিল্মটি করা উচিত। তাই চুক্তি সইয়ের পর থেকেই স্ক্রিপ্ট নিয়ে মনোযোগী হয়ে পড়েছেন তিনি।

এই ওয়েব ফিল্মে তিনি ঠিক কেমন চরিত্রে অভিনয় করবেন, সে বিষয়ে আপাতত মুখ খুলছেন না মিম। শুধু ইঙ্গিত দিয়েছেন, গল্পের ভেতর দিয়ে তার চরিত্রের একটি শক্তিশালী জার্নি দর্শকরা দেখতে পাবেন, যেখানে ‘দারুণ কিছু’ অপেক্ষা করছে।
জানা গেছে, চলতি মাসের মধ্যেই শুরু হবে শুটিং। তবে মুক্তির সময়সূচি নিয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। উল্লেখ্য, এর আগে মিম ২০১৯ সালে অনিমেষ আইচের ‘বিউটি অ্যান্ড বুলেট’ এবং গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘নীল দরজা’ ওয়েব প্রজেক্টে অভিনয় করেছিলেন।
পরিচিত গ্ল্যামারের বাইরে বেরিয়ে নতুন গল্পের পথে হাঁটার এই সিদ্ধান্ত মিমকে কোথায় নিয়ে যায়, সেটাই এখন দেখার অপেক্ষা।