কাবিলা খ্যাত পলাশ এবার নোয়াখালী এক্সপ্রেসের প্রতিনিধি
বিপিএল এর এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নামছে নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই দলটি আলোচনায় জায়গা করে নিয়েছে পরিচিতি, পরিকল্পনা আর দলের নতুন প্রতিনিধিত্বকে ঘিরে। এবার নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’এর কাবিলা চরিত্রে ব্যাপকভাবে পরিচিত। দলটির সঙ্গে পলাশের এই সহযোগিতা নিয়ে আলোচনাটি দীর্ঘদিন ধরেই চলছিল। শুক্রবার রাতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়। নোয়াখালীর সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরতে চান পলাশ , যা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

গণমাধ্যমকে পলাশ জানান, দলটির সঙ্গে যুক্ত হওয়া তাঁর কাছে দারুণ উত্তেজনার। তার ভাষায়, নোয়াখালী এক্সপ্রেস মাঠে যেমন শক্তিশালী পারফরম্যান্স দেখাবে, তেমনি স্থানীয় সংস্কৃতির প্রাণও তুলে ধরবে।
পলাশ বলেন, নোয়াখালীর সঙ্গে তাঁর সম্পর্ক হৃদয়ের। আঞ্চলিক ভাষা আর সংস্কৃতির মাধ্যমে তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন, সেই জায়গা থেকেই এবার বিশ্ব ক্রিকেটের দরবারে নোয়াখালীর পরিচিতি বাড়াতে চান।
তিনি আরও যোগ করেন, বিদেশি খেলোয়াড়দের নোয়াখালীর ঐতিহ্য, খাবার, সংস্কৃতি ও আঞ্চলিক বৈচিত্র্যের সঙ্গে পরিচয় করানো হবে তাঁর জন্য এক বিশেষ অর্জন। অভিনেতা জানান, দলের সঙ্গে যুক্ত হওয়ার আনন্দঘন মুহূর্তে তিনি নিজের বাবা-মা, মেন্টর কাজল আরেফিন অমি এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
প্রসঙ্গত জিয়াউল হক পলাশ নোয়াখালীর আঞ্চলিক টোনে অভিনয় করে যিনি হয়ে উঠেছেন দেশের অন্যতম জনপ্রিয় মুখ। ‘ব্যাচেলর পয়েন্ট’এর কাবিলা চরিত্র তাকে দিয়েছে আলাদা পরিচিতি, আর সেই অভিনয়সত্তাই এখন তাকে নিয়ে যাচ্ছে ক্রিকেটের আলোচনায়ও। অভিনয়ের বাইরেও তিনি তার ব্যক্তিত্ব, হাস্যরস আর চরিত্রের প্রতি নিবেদন দিয়ে তরুণ দর্শকদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন।