Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

‘হাওয়া’ নির্মাতার ‘রইদ’ সিনেমা কবে মুক্তি পাবে ?  

‘হাওয়া’ নির্মাতার ‘রইদ’ সিনেমা কবে মুক্তি পাবে ?

নির্মাতা মেজবাউর রহমান সুমন

নির্মাতা মেজবাউর রহমান সুমন ২০২২ সালে নির্মাণ করেন সিনেমা ‘হাওয়া’। এক সিনেমা দিয়েই করে ফেলেন বাজিমাত। হাওয়া প্রশংসিত হওয়ার পরে নতুন ছবি ‘রইদ’ নির্মাণের ঘোষণা দেন। গত বছর শেষ হয় রইদের দৃশ্যধারণ। ‘হাওয়া’ নির্মাতার ‘রইদ’ সিনেমা কবে মুক্তি পাবে এমন প্রশ্নে সুমন জানিয়েছেন আগামী বছরের মাঝামাঝিতে  ছবিটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।   

‘হাওয়া’ নির্মাতার ‘রইদ’ সিনেমা কবে মুক্তি পাবে

মেজবাউর রহমান গণমাধ্যমকে বলেন, ‘এক বছর আগেই ছবির দৃশ্যধারণ সম্পূর্ণ হয়েছে, এখন সম্পাদনার টেবিলে আছে। এ মাসেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এরপর ট্রেলার মুক্তি পাবে। সবকিছু ঠিক থাকলে আগামী জুন-জুলাইয়ে ছবিটি বড় পর্দায় আনার পরিকল্পনা রয়েছে। তবে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর সিদ্ধান্ত অনেকটা নির্ভর করবে।‘

‘হাওয়া’ নির্মাতার ‘রইদ’ সিনেমা উৎসবকে কেন্দ্র করে মুক্তি পাচ্ছে কিনা জানতে চাইলে নির্মাতা বলেন, ‘এখনো বলতে পারছি না। তবে উৎসবে না হলেও এর আশপাশেই মুক্তি পাবে। ‘হাওয়া’র ক্ষেত্রেও তা–ই হয়েছিল।’

তিনি আরো জানান ছবির অনেকেই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ছয় মাস তারা সঙ্গে থেকেছেন, গ্রুমিং শেষে তাদের দৃশ্যধারণ করা হয়েছে। এর বাইরে বড় একটা অংশ খুলনা ও যশোর অঞ্চলের থিয়েটারশিল্পী বলেও জানান সুমন।

ছবির গল্পের বিস্তারিত জানাতে চাইলেন না নির্মাতা। তবে এটি একটি প্রেমের গল্প বলে জানালেন। সাথে আরো অনেক কিছুই উঠে আসবে।

‘হাওয়া’ নির্মাতার ‘রইদ’ সিনেমা কবে মুক্তি পাবে
নাজিফা তুষি , ছবি: সংগৃহীত

ছবির দৃশ্যধারণ করা হয়েছে সিলেটের সুনামগঞ্জে। তবে এর সঙ্গে সিলেট অঞ্চলের ভাষা বা আঞ্চলিকতার কোনো সংযোগ নেই। গল্পটি পুরো বাংলাদেশের জন্যই নির্মাণ করেছেন বলে জানান নির্মাতা।

চার বছর আগে ‘রইদ’ সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন মেজবাউর রহমান সুমন। অভিনেত্রী জয়া আহসানের সিনেমাটি প্রযোজনা করার কথা ছিল। ২০২০-২১ অর্থবছরে ছবির জন্য ৬০ লাখ টাকার সরকারি অনুদানও পেয়েছিলেন জয়া। তবে কাজ শুরু হতে দেরি হওয়ার কারণে অনুদানের টাকা ফেরত দিয়ে দেন জয়া আহসান।

এরপর প্রযোজক হিসেবে যুক্ত হয় বঙ্গ। সহপ্রযোজক হিসেবে আছে নির্মাতার ফেইসকার্ড প্রোডাকশন।

ছবির প্রধান দুই চরিত্রে আছেন নাজিফা তুষি ও মোস্তাফিজ নূর ইমরান। এছাড়াও আছেন গাজী রাকায়েত প্রমুখ।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পাঁচ দেশের অনুদানের সিনেমায় দেশের তিন তারকা অভিনেত্রী  

সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ৫ দেশের অনুদান নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি ১৩…
পাঁচ দেশের অনুদানের সিনেমায় দেশের তিন তারকা অভিনেত্রী

নোয়াখালী সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরতে চান পলাশ

কাবিলা খ্যাত পলাশ এবার নোয়াখালী এক্সপ্রেসের প্রতিনিধি বিপিএল এর এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নামছে নোয়াখালী…
নোয়াখালীর সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরতে চান পলাশ

আফগান ক্রিকেটারের সঙ্গে বলিউড অভিনেত্রীর বিয়ের গুঞ্জন

ফেব্রুয়ারিতেই বিয়ে করতে পারেন আরশি ও আফতাব এবার আফগান ক্রিকেটারের সঙ্গে বলিউড অভিনেত্রীর বিয়ের গুঞ্জন জোরালো…
আফগান ক্রিকেটারের সঙ্গে বলিউড অভিনেত্রীর বিয়ের গুঞ্জন
0
Share