শাহরুখ-কাজল ভাস্কর্য নিয়ে আপ্লুত ভক্তরা
বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজলকে বিশেষ সম্মান জানিয়ে লন্ডনের লেস্টার স্কয়ারে স্থাপন করা হয়েছে তাদের ভাস্কর্য। ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ছবির ৩০ বছর পূর্তিকে কেন্দ্র করে এই উদ্যোগ নেয়া হয়। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে দীর্ঘসময় ধরে প্রদর্শিত এই ছবির প্রতি শ্রদ্ধা জানাতেই এগিয়ে আসে আয়োজকরা।

ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করেন শাহরুখ-কাজল
লন্ডনের লেস্টারর স্কয়ারে সিনেমার আইকনিক দৃশ্যের ভঙ্গিমায় তৈরি ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করেন শাহরুখ-কাজল। সিনেমাটি মানুষের হৃদয়ে থাকায় উচ্ছ্বাস প্রকাশ করেন জনপ্রিয় এই তারকা জুটি। উন্মোচন অনুষ্ঠানের একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়।

সেখানে দেখা যায়, ছাতা হাতে কাজলের পাশে দাঁড়িয়ে আছেন শাহরুখ খান। এসময় কাজল ছেলে যুগ ও মেয়ে নিসাকে সামনে ডাকছেন। নিসা হাসিমুখে ক্যামেরার দিকে পোজ দিলেও যুগকে দেখা যায় একটু লাজুক ভঙ্গিতে। মুহূর্তটি ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস আরও বেড়ে যায়। শাহরুখ জানান, তার তিন সন্তানকে ভাস্কর্যটি দেখানোর জন্য তিনি ‘অপেক্ষা করতে পারছেন না’। কাজল বলেন, এমনভাবে স্মরণ করা ‘অবিশ্বাস্য’।
লেস্টার স্কয়ারে ধারণ করা হয় সেই ছবির দৃশ্য
রাজ-সিমরনের প্রেমকাহিনি নিয়ে নির্মিত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ জুটি এখনো ভারতীয় সিনেমার ‘রোমিও-জুলিয়েট’। ছবির কিছু দৃশ্য লন্ডন ও লেস্টার স্কয়ারেই ধারণ করা হয়েছিল। তাই শাহরুখের মতে, এখানে ভাস্কর্য স্থাপন করা ‘যথাযথ’ সিদ্ধান্ত। ইংল্যান্ডের দর্শকেরা আধুনিক সময়ের ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে বড় ভূমিকা রেখেছেন বলে জানান তিনি।

৩০ বছর পরেও হাজারো দর্শকের মনে ছবিটি
১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। সিনেমার তাদের রসায়ন আজও কোটি ভক্তের হৃদয়ে। সিনেমাটি পরিচালনা করেন নির্মাতা আদিত্য চোপড়া।