Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫

আতিফ আসলামের সাথে একই মঞ্চে নেমেসিস ও ফুয়াদ

আতিফ আসলামের সাথে একই মঞ্চে নেমেসিস ও ফুয়াদ
আতিফ আসলামের সাথে একই মঞ্চে নেমেসিস ও ফুয়াদ

আতিফ আসলামের কনসার্ট

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম এমাসেই ঢাকায় আসছেন কনসার্ট করতে। আগামী ১৩ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা রেসিডেনশ্যাল এরিয়ায় গান শোনাবেন আতিফ। কনসার্টটি আয়োজন করছে মেইন স্টেজ। তারা জানিয়েছে আতিফ আসলামের সাথে একই মঞ্চে নেমেসিস ও ফুয়াদ পারফর্ম করবে।

মেইন স্টেজ জানিয়েছে এটি কেবল কনসার্ট নয়, তরুণদের জন্য একটি উৎসব। দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের সঙ্গে একটি অবিস্মরণীয় রাতের অভিজ্ঞতা হবে সবার।

এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম চলোঘুড়ি ওয়েবসাইটে। টিকিট বিক্রিকে তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তিনটি ক্যাটাগরি আতিফের গানের শিরোনামের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে। দুরি এরিয়ার দাম রাখা হয়েছে ২ হাজার ৪৯৯ টাকা, আদাত এরিয়ার ৪ হাজার ৯৯৯ টাকা,  এবং পেহলি নাজার এরিয়ার ৯ হাজার ৯৯৯ টাকা। আয়োজকেরা আশা করছেন প্রায় ৩৫ হাজার দর্শক উপস্থিত থাকবেন এই কনসার্টে।  

আয়োজকপক্ষ থেকে জানানো হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েনস অব বাংলাদেশের মাধ্যমে আতিফ আসলামের এই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ প্রদান করা হবে জুলাই আন্দোলনে হতাহত ও তাদের পরিবারকে।

সম্প্রতি বিদেশী শিল্পীদের বেশকিছু কনসার্ট নিরাপত্তার খাতিরে বাতিল করা হয়েছে। নভেম্বর-ডিসেম্বরে দেশ-বিদেশের শিল্পীদের প্রায় হাফ ডজন কনসার্ট হওয়ার কথা ছিলো কিন্তু নিরাপত্তা ইস্যুতে প্রশাসনের অনুমতি না পাওয়ায় বাতিল হয়েছে অনেক কনসার্ট। ইতিমধ্যে স্থগিতের ঘোষণা এসেছে তিনটি কনসার্টের। তাই এই কনসার্ট নিয়ে রয়েছে কিছুটা শঙ্কা।

গত সপ্তাহে আতিফ আসলামের এই কনসার্টটিরও বাতিলের খবর রটে বেশ। তবে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ নিশ্চিত করেছে, নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে কনসার্ট। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ‘ইভেন্ট যেন সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও নিরাপদে অনুষ্ঠিত হতে পারে, তা নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে নিয়মমাফিক কাজ করছেন। তারা বলেন, “আমরা আত্মবিশ্বাসী যে সংশ্লিষ্ট সংস্থাগুলো তরুণদের এই ইতিবাচক সামাজিক উদ্যোগকে সর্বোচ্চ সহযোগিতা করবে।’

আতিফ আসলামের সাথে একই মঞ্চে নেমেসিস ও ফুয়াদ পারফর্ম করবে খবর চাউর হওয়ার পর থেকেই শ্রোতামহলে চলছে ব্যাপক উচ্ছ্বাস।

    Share this article
    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read next

    ইধিকা পালের নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ

    সিয়াম আহমেদ-ইধিকা পাল জুটি ঢালিউড তারকা সিয়াম আহমেদ অভিনয় করবেন তার নতুন ছবি ‘রাক্ষস’–এ। ছবিটির নায়িকা কে…
    ইধিকা পালের নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ

    ইমন চক্রবর্তীকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে নতুন বিতর্ক

    ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী সংগীতশিল্পীরা সাধারণত সুরের জগতে থাকেন; কিন্তু কখনও কখনও একটি গানই যেন তাদের…
    ইমন চক্রবর্তীকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে নতুন বিতর্ক

    অভিনেতা তিনু করিমের স্বাস্থের আরো অবনতি

    দীর্ঘ দুই দশকের অভিনয়জীবনে তিনু করিম টেলিভিশন ও চলচ্চিত্র উভয় মাধ্যমে নিজেকে একজন প্রভাবশালী অভিনেতা হিসেবে…
    0
    Share