ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পলাশের নাম
বিপিএল এ নতুন মাত্রা যোগ করতে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। নতুন ফ্র্যাঞ্চাইজিটি নিলামের আগে ও পরে কৌশলগতভাবে খেলোয়াড় বেছে নিয়ে নিজেদের স্কোয়াডকে শক্তিশালী করেছে। তরুণদের ওপর ভরসা রেখে দল গঠন করেছেন কোচ খালেদ মাহমুদ সুজন। দলের সঙ্গে এবার আরেকটি আলোচনার বিষয় যুক্ত হয়েছে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ কি বিপিএলে নোয়াখালীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন?

প্রসঙ্গত, জিয়াউল হক পলাশ বাংলাদেশের তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব। বহুল আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ এ ‘কাবিলা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে সারা দেশের দর্শকের কাছে পরিচিতি পান তিনি। স্বতঃস্ফূর্ত অভিনয়, ব্যতিক্রমী কমেডি টাইমিং এবং সহজ সরল উপস্থিতির কারণে পলাশ দ্রুতই টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ায় নিজের বিশেষ অবস্থান তৈরি করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন ব্র্যান্ড ক্যাম্পেইন, ভ্রমণ কনটেন্ট এবং সামাজিক বার্তা ভিত্তিক কাজে যুক্ত হয়ে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন।

যদিও এখনো কিছুই আনুষ্ঠানিক হয়নি, তবুও দুই পক্ষের মধ্যে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ নিজেই। সোমবার (১ ডিসেম্বর) তিনি বলেন, “নোয়াখালী দলের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে জানাব।”
ফ্র্যাঞ্চাইজিটির অভ্যন্তরীণ সূত্র বলছে, আলোচনায় অগ্রগতি ইতিবাচক। সবকিছু ঠিকঠাক এগোলে শিগগিরই পলাশকে দলটির প্রচারণা, ইভেন্ট এবং ব্র্যান্ড কার্যক্রমে দেখা যেতে পারে। নতুন দল, তরুণ স্কোয়াড এবং সম্ভাব্য জনপ্রিয় ব্র্যান্ড মুখ সব মিলিয়ে বিপিএলের আসন্ন আসরে নোয়াখালী এক্সপ্রেসকে ঘিরে উৎসাহ বাড়ছে সমর্থকদের মধ্যে।