‘একটা চাদর হবে’ গায়কের মৃত্যুতে শোক
নব্বই দশকের জনপ্রিয় ‘একটা চাদর হবে’ গানের সংগীতশিল্পী জেনস সুমন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। শুক্রবার বিকেল ৪টায় শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এই গুণী সংগীতশিল্পী। তার মৃত্যুতে দেশের সংগীত জগতে নেমেছে শোকের ছায়া।

তার সহধর্মীনি জানায়, দুপুর থেকে বুকে তীব্র ব্যথা অনুভব করছিলেন সুমন। দ্রুত তাকে জাতীয় সোহ্রাওয়ার্দী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে আর ফেরানো যায়নি। সেখানেই মারা যান সুমন।

জেনস সুমনের আসল নাম গালিব আহসান মেহেদি। ২০০২ সালে বিটিভিতে একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘একটা চাদর হবে’ গানটি পরিবেশন করেন। এরপর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পান এই শিল্পী। ১৯৯৭ সালে তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশের মাধ্যমে সংগীত জীবন শুরু করেন তিনি। এরপর একের পর এক হিট অ্যালবাম উপহার দেন, ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ আরও অনেক গান তার গুণী সংগীত জীবনের অংশ। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৩০০ গান গেয়েছেন এই গুণী শিল্পী।

২০০৮ সালে প্রকাশিত হয় তাঁর সবশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। এরপর কিছুটা অনিয়মিত হয়ে পড়লেও শ্রোতাদের মনে জায়গা ছিল অটুট। ১৬ বছরের বিরতি ভেঙে ২০২৪ সালে প্রকাশ পায় তাঁর গান ‘আসমান জমিন’। জি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়।