কাকে বিয়ে করলেন তনুশ্রী চক্রবর্তী
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী বিয়ে করেছেন। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ছুটি কাটাতে যান। সেখানে গিয়ে ভক্তদের চমকে দিয়ে চুপিসারে বিয়ে করলেন তনুশ্রী। পাঁচ মাসের সম্পর্ককে আজীবন বন্ধনে পরিণত করলো এই জুটি। স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের কাজ সম্পন্ন হয়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তনুশ্রীর বর বাঙালি, নাম সুজিত বসু। পেশায় টেকনোলজিস্ট। দীর্ঘ ২৮ বছর ধরে তিনি আমেরিকায় বসবাস করছেন। এমনকি বিয়েটা তনুশ্রীর নিজের জন্যও এক সারপ্রাইজ! সুজিতের সঙ্গে ছুটি কাটাতে লাস ভেগাসে গিয়েছিলেন তিনি। অন্যদিকে, সুজিত আগে থেকেই বিয়ের সমস্ত আয়োজন করে রেখেছিলেন। তারপর বাবা-মাকে ভিডিও কলে রেখে বিয়েটা সেরে ফেললেন তারা।

হোয়াইট গাউনে বিয়ের সাজে তনুশ্রী
ছবিগুলোতে দেখা যায়, বিয়েতে তনুশ্রী পরেছিলেন হোয়াইট গাউন। হাতে মেহেদি, সঙ্গে হিরের গয়না। অন্যদিকে, বর সুজিতের ছিল সাহেবি সাজ। কালো স্যুটে দেখা যায় তাকে। জানা যায়, নায়িকা বউকে সুজিত প্রস্তাব দিয়েছিলেন একটি হিরের আংটি দিয়ে।
বিয়ের পর যা বললেন তনুশ্রী চক্রবর্তী
তনুশ্রী জানান, ‘ওর সঙ্গে কয়েক্টা দিন বেড়াব। এই ভাবনা নিয়েই লাস ভেগাসে গিয়েছিলাম। বিয়ে করবো ভাবিনি’। তিনি আরও বলেন, ‘সবটা স্বপ্নের মতো মনে হচ্ছে। এখনো ঘোর কাটেনি। বিশ্বাস হয়েও যেন হচ্ছে না! রাতারাতি ও সব ব্যবস্থা করে ফেলল!’

বিয়ের পর মুখ খুললেন নায়িকার প্রাক্তন
বিয়ের পর তনুশ্রীর প্রাক্তন প্রেমিক অভিনেতা রুদ্রনীল ঘোষ মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগা মাধ্যমে দম্পক্তিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘তনুশ্রী-সুজিতকে বিয়ের অনেক শুভেচ্ছা। সুন্দর হোক তনুশ্রীর আগামী জীবন’। সঙ্গে যোগ করেছেন ফুলের এবং হৃদয়ের ইমোজি। তনুশ্রী আর রুদ্রনীলের সম্পর্ক ভেঙেছে কয়েক বছর পার হয়েছে।
এদিকে, প্রেক্ষাগৃহে সম্প্রতি মুক্তি পেয়েছে তনুশ্রী অভিনীত ছবি ‘ডিপ ফ্রিজ’। এই ছবির সাফল্যের মধ্যে ব্যক্তিগত জীবনে যোগ হলো নতুন অধ্যায়। অন্যদিকে, রুদ্রনীল ঘোষের দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবিও দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।