ডিয়েগো ম্যারাডোনার জীবনী
ফুটবল ইতিহাসে যেসব নাম যুগ যুগ ধরে আলো ছড়িয়েছে, ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা তাদের শীর্ষে থাকবেন সবসময়। সেই মহান ফুটবলারের জীবনকথা এবার নতুন রূপে হাজির হতে চলেছে অ্যানিমেশনে। ভারতের রিলায়েন্স অ্যানিমেশন ঘোষণা দিয়েছে ডিয়েগো ম্যারাডোনার জীবনী নিয়ে অ্যানিমেশন সিরিজ তৈরির পরিকল্পনার কথা। এই কিংবদন্তির পঞ্চম মৃত্যুবার্ষিকীতে এই উদ্যোগের খবর প্রকাশ পাওয়ায় ফুটবলপ্রেমী ও অ্যানিমেশন প্রেমীদের মধ্যে আগ্রহ আরও বেড়েছে।
ভারতের গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই) এর ওয়েভস ফিল্ম বাজারের সাইডলাইনে এই খবরটি প্রকাশ করা হয়।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, প্রকল্পটির জন্য ম্যারাডোনার পরিবার–স্বত্বাধিকার প্রতিষ্ঠান সাত্তভিকা এসএ আনুষ্ঠানিকভাবে অনুমতি দিয়েছে। রিলায়েন্স ইতোমধ্যেই চরিত্র ব্যবহারের আইপি স্বত্ব কিনে ফেলেছে, ফলে জীবনের নানা অধ্যায় নিখুঁতভাবে উপস্থাপনে আর কোনো বাধা থাকছে না।
যা থাকছে ডিয়েগো ম্যারাডোনার জীবনীতে
এই সিরিজে ম্যারাডোনার ছোটবেলায় ফুটবলের প্রেমে পড়া থেকে শুরু করে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জয়ের গল্প পর্যন্ত তুলে ধরা হবে ধারাবাহিকভাবে। ফুটবল মাঠের চমকপ্রদ সাফল্য, বিতর্কে ঘেরা ক্যারিয়ারের টালমাটাল সময়, ব্যক্তিগত জীবন, তার লড়াই, আবেগ এবং মাঠের বাইরেও ল্যাটিন আমেরিকার সাংস্কৃতিক পরিমণ্ডলে তার প্রভাব সব মিলিয়ে সিরিজটি হতে পারে একটি পূর্ণাঙ্গ জীবনীচিত্র। নির্মাতারা চান নাটকীয় উপস্থাপনার মাধ্যমে দর্শক যেন নতুন চোখে ম্যারাডোনাকে আবিষ্কার করতে পারে।

সিরিজটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে রিলায়েন্স। নির্মাতা দল, প্রচারণা সংস্থা এবং মুক্তির সময়সূচি পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এই কাজটি শুরু থেকেই আন্তর্জাতিক দর্শকদের কথা মাথায় রেখে এগোচ্ছে এবং নির্মাতাদের লক্ষ্য সিরিজটি টেলিভিশন এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম দুটোতেই প্রচার করা।
রিলায়েন্স এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী শিবাশীষ সরকার বলেন, আমরা চাই ম্যারাডোনার অসাধারণ জীবনপথ নতুন প্রজন্মের সামনে এক অনুপ্রেরণাদায়ক গল্প হয়ে উঠুক। তার দৃঢ়তা, ব্যতিক্রমী প্রতিভা এবং সীমাহীন জনপ্রিয়তা শুধু ফুটবল নয়, সাধারণ মানুষের জীবনেও গভীর প্রভাব ফেলেছে। আমরা বিশ্বাস করি অ্যানিমেশনের মাধ্যমে তার যাত্রা বিশ্বজুড়ে দর্শকদের আরও গভীরভাবে স্পর্শ করবে।
তবে এখনো সিরিজটির নাম বা পরিচালক ঘোষণা করেনি রিলায়েন্স। প্রকল্পটি পূর্ণাঙ্গ রূপ পেলে ম্যারাডোনা ভক্তদের জন্য এটি হতে পারে এক নতুন অভিজ্ঞতা যেখানে কিংবদন্তির জীবন পুনরায় দেখা যাবে ভিন্ন শিল্পমাধ্যমে।