Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, নভেম্বর ২৪, ২০২৫

চিরবিদায় নিলেন কিংবদন্তী ধর্মেন্দ্র

চিরবিদায় নিলেন কিংবদন্তী ধর্মেন্দ্র
কিংবদন্তী ধর্মেন্দ্র

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

চিরবিদায় নিলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র। আজ সোমবার দুপুরে মুম্বাইয়ের নিজ বাসায়তেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ৮৯ বছর বয়সে চিরবিদায় নিলেন কিংবদন্তী ধর্মেন্দ্র। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলিউডের নামি প্রযোজক ও নির্মাতা করণ জোহর।

চিরবিদায় নেয়া কিংবদন্তী ধর্মেন্দ্র স্মরণে করণ জোহর ইন্সটাগ্রামের এক পোস্টে লেখেন, ‘এটি একটি যুগের সমাপ্তি। একজন বিশাল মেগাতারকা, মূলধারার সিনেমায় একজন নায়কের মূর্ত প্রতীক, অবিশ্বাস্যভাবে সুদর্শন এবং সবচেয়ে রহস্যময় পর্দার উপস্থিতির বিদায়। তিনি ভারতীয় সিনেমার একজন প্রকৃত কিংবদন্তি। সিনেমার ইতিহাসের পাতায় সংজ্ঞায়িত এবং সমৃদ্ধভাবে উপস্থিত কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই তিনি ছিলেন সেরা মানুষ। আমাদের ইন্ডাস্ট্রির সবার কাছে তিনি এত প্রিয় ছিলেন, সবার জন্য তার ছিল অপরিসীম ভালোবাসা এবং ইতিবাচকতা।

চিরবিদায় নিলেন কিংবদন্তী ধর্মেন্দ্র

তার আশীর্বাদ, তার আলিঙ্গন এবং তার অবিশ্বাস্য উষ্ণতা শব্দের চেয়ে বেশি মিস করা হবে…।’

তিনি আরো লেখেন, ‘আজ আমাদের ইন্ডাস্ট্রিতে একটি শূন্যতা তৈরি হয়েছে, এমন একটি স্থান, যা কেউ কখনো পূরণ করতে পারবে না। সর্বদা একমাত্র ধর্মজি থাকবেন। আমরা আপনাকে ভালোবাসি স্যার।

আমরা আপনাকে অনেক মিস করব। আজ স্বর্গ ধন্য। আপনার সঙ্গে কাজ করা আমার জন্য সর্বদা আশীর্বাদ থাকবে এবং আমার হৃদয় শ্রদ্ধা, শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে বলে… আভি না যাও ছোড়কে… কে দিল আভি ভার নাহি…ওম শান্তি।’

জানা গেছে অভিনেতাকে ইতিমধ্যে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। অভিনেতার পরিবারের সদস্যদের পাশাপাশি অন্য তারকারাও শেষবারের মতো ধর্মেন্দ্রকে দেখতে ছুটে যাচ্ছেন।

এদিকে চলতি মাসের শুরুর দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। সে সময় তাকে ঘিরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুজব। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেতার পরিবার।

এরপর সুস্থ হয়ে বাড়িতে ফেরেন অভিনেতা। আগামী ৮ ডিসেম্বর অভিনেতার ৯০তম জন্মদিন। আর তাই বিশেষ এই দিনকে ঘিরে গ্র্যান্ড সেলিব্রেশনের পরিকল্পনা চলছিলো। তার স্ত্রী হেমা মালিনী সে প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছিলেন। কিন্তু জন্মদিন আর উদযাপন করা হলো না বলিউড ‘হি-ম্যান’-এর। চিরবিদায় নিলেন কিংবদন্তী ধর্মেন্দ্র । তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।  

চিরবিদায় নেয়া কিংবদন্তী ধর্মেন্দ্র এর যাত্রা

চিরবিদায় নেয়া কিংবদন্তী ধর্মেন্দ্র পাঞ্জাবের এক গ্রাম থেকে উঠে আসা এই বলিউড বহিরাগত ব্যক্তি যিনি হিন্দি সিনেমাকে নিজের করে তুলেছিলেন। মূলধারার ব্লকবাস্টার সহ প্রায় ৩০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। তিনি ছিলেন স্টারডম পাওয়া রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চনের উত্থানের সময়কালের আরেক স্টার। যিনি আপন মহিমায় উদ্ভাসিত করে তুলেছিলেন বলিউডকে। তিনি প্রায়শই বলতেন, তিনি তার ক্যারিয়ারে খুব কম পুরষ্কার পেয়েছিলেন, কিন্তু তার ভক্তদের ভালোবাসার বিশালতা তার সেই ক্ষতি পূরণ করে দিয়েছিল।


 

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুক্তি পাচ্ছে তৌসিফ-নীলার ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’

তৌসিফ-নীলার ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’ দেশের ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে তৌসিফ-নীলার ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’…
মুক্তি পাচ্ছে তৌসিফ-নীলার ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’
0
Share