Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, নভেম্বর ২৩, ২০২৫

প্রেম ও ওজন কমানোর গল্প বললেন বাঁধন

প্রেম ও ওজন কমানোর গল্প বললেন বাঁধন
প্রেম ও ওজন কমানোর গল্প বললেন বাঁধন

অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধন

দেশের আলোচিত অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধন এবার শোনালেন তার ভিন্ন সংগ্রামের গল্প। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে তার ওজন বেড়ে যাওয়া এবং সেই থেকে আবার নিজেকে ফেরানোর গল্প তুলে ধরলেন দেশের এক গণমাধ্যমে। চলুন দেখে নেয়া যাক প্রেম ও ওজন কমানোর কি গল্প বললেন বাঁধন।

প্রেম ও ওজন কমানোর গল্প

জানা যায়, জুলাই আন্দোলন পরবর্তীতে তার ওজন ৭৮ কেজিতে গিয়ে ঠেকে। এরপর চিন্তাগ্রস্থ হয়ে পড়েন তিনি। এরপর সিদ্ধান্ত নেন, ওজন আর বাড়তে দেওয়া যাবে না। নিয়ন্ত্রণে আনার জন্য শুরু হয় ছয় মাসের মিশন। সেই মিশনে মোটামুটি সফল হয়েছেন বাঁধন। ওজন কমিয়ে তিনি নিজেকে এখন ৬১ কেজিতে স্থায়ী হয়েছেন। এতে বেশ ফুরফুরে মেজাজে আছেন এই অভিনয়শিল্পী।

তবে এছাড়াও আরেকটি তথ্য দিয়েছেন এই অভিনেত্রী। মাশরুর সিদ্দিকীর সাথে বিচ্ছেদের পর এক সম্পর্কে জড়ান বাঁধন। গণমাধ্যমকে তিনি জানান, বিচ্ছেদের পর চার বছর একটি প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। ২০২৪ সালের শুরুতে সেই প্রেমের সম্পর্কটা ভেঙে যায়। এরপর সে বছরের আগস্টে ছাত্র–জনতার আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। প্রেমের সম্পর্কে ভাঙন এবং জুলাই গণ–অভ্যুত্থানে দেশের সার্বিক পরিস্থিতিতে বাঁধন মানসিকভাবে হতাশ হয়ে পড়েন। ওই সময়টায় তার ওজন বাড়তে থাকে।

তিনি জানান, জুলাই গণ–অভ্যুত্থানের পর দেশের সার্বিক পরিস্থিতি ও তার ব্রেকআপের ঘটনা মিলিয়ে অন্য রকম একটা জীবন। তার ওভার ইটিং ডিজঅর্ডার আছে বলেও জানান। যখন খান তখন প্রচুর খেতে থাকেন। এই প্রচুর খাওয়ার কারণে ওজন বেড়েছে। প্রায় ১৭ কেজি ওজন বেড়ে যায়। এরপর হঠাৎ মনে হলো যে আসলে ওজনটা নিয়ন্ত্রণে রাখা উচিত।

এছাড়াও সামনের নির্বাচনের পর কয়েকটা কাজের ব্যাপারে কথাবার্তা হচ্ছে, যেগুলোর প্রস্তুতি নেওয়ারও একটা ব্যাপার আছে। তাই ওজন কমানোটা খুবই জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিয়ে করবেন কিনা এমন প্রশ্নে তিনি জানান, বিয়ে নিয়ে ট্রমা কাজ করলেও জীবনের সুন্দর সময় পার করছেন তিনি।

প্রেমের সম্পর্ক নিয়ে আরো বলেন, ‘আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর একটা সময় কাটাচ্ছি। কাজ, জীবন ও আমার সন্তান নিয়ে—একটা সুন্দর সময় কাটাচ্ছি। আমার মা–বাবার সঙ্গে সম্পর্ক, আমার ভাইদের সঙ্গে সম্পর্ক—অনেক সুন্দর। আমি সেটা খুবই উপভোগ করছি। প্রেম সুন্দর। আমি প্রেমের সম্পর্কে থাকতে চাই। মাত্র তো প্রেমে পড়লাম, এখন এই সম্পর্ককে যত্ন করতে হবে। খুব শিগগির প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনব।’

ব্যক্তিগত জীবনে আজমেরী হক বাঁধনের একটি কন্যা সন্তান রয়েছে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছেন – তারকাদের করুণ পরিণতি

ভূমিকম্পে যেসব তারকা আর নেই একটি ভূমিকম্প মাত্র কয়েক মুহূর্তের ঘটনা কিন্তু তার আঘাত ছড়িয়ে পড়ে অসংখ্য জীবনের ওপর।…
ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছেন

কায়রোতে অ্যাওয়ার্ড জিতলো ‘বালুর নগরীতে’ সিনেমা 

৪৬তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো ৪৬তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।…
কায়রোতে অ্যাওয়ার্ড জিতলো ‘বালুর নগরীতে’ সিনেমা

চিত্রনায়িকা পপিকে প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় পপি চিত্রনায়িকা পপিকে প্রাণনাশের হুমকির অভিযোগ এ চাঞ্চল্যের সৃষ্টি…
চিত্রনায়িকা পপিকে প্রাণনাশের হুমকির অভিযোগ
0
Share