শ্রী সত্য সাঁই বাবার জন্মশতবার্ষিকী
ঐশ্বরিয়া রাই বচ্চন ভারতের অন্ধ্র প্রদেশের পুট্টাপার্থিতে শ্রী সত্য সাঁই বাবার জন্মশতবার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করেছেন। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। সেখানে মোদির পা ছুঁয়ে সালাম করলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
সেই অনুষ্ঠানেরই একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মোদির পা ছুঁয়ে সালাম করলেন ঐশ্বরিয়া । এরপর মোদি তাকে আশীর্বাদ দেন। এর পাশাপাশি ভালোবাসা ও ধর্ম নিয়ে ঐশ্বরিয়ার আবেগঘন বক্তব্য ভাইরাল হয়েছে।

ভারতের অন্ধ্র প্রদেশের পুট্টাপার্থিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে নায়িকা বলেন, ‘শ্রী সত্য সাঁই বাবার পবিত্র আগমনের ১০০ বছর উদযাপন করতে গিয়ে, আমরা সবাই যেন তার ঐশ্বরিক বার্তা পুনরায় স্মরণ করি। সবার প্রতি ভালোবাসা, সবার সেবা করার কথা মনে রাখি। একটাই জাতি, মানবজাতি। একটাই ধর্ম, ভালোবাসার ধর্ম।
একটাই ভাষা, হৃদয়ের ভাষা এবং একজনই ঈশ্বর, যিনি সর্বত্র বিরাজমান। সাঁই রাম। জয় হিন্দ।’
এসময় নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানিয়েছেন ঐশ্বরিয়া। তিনি বলেন, ‘আজ এখানে আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই বিশেষ উপলক্ষকে সম্মান জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আপনার জ্ঞানগর্ভ, প্রভাবশালী এবং অনুপ্রেরণাদায়ক কথাগুলো শোনার অপেক্ষায় রয়েছি, যা আমাদের আজ মুগ্ধ করবে।’
তিনি আরো বলেন, “আপনার উপস্থিতি এই শতবর্ষ উদযাপনকে আরো পবিত্র করে তুলল। অনুপ্রেরণায় ভরিয়ে দিল এবং আমাদের স্মরণ করিয়ে দেয় স্বামীজির বার্তা—সত্যিকারের নেতৃত্ব হলো সেবা এবং মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা। ভগবান শ্রী সত্য সাঁই বাবা প্রায়ই পাঁচটি ‘ডি’ সম্পর্কে বলতেন। অর্থবহ, লক্ষ্যপূর্ণ জীবনের জন্য প্রয়োজনীয় পাঁচটি গুণ—শৃঙ্খলা, নিবেদন, ভক্তি, দৃঢ়তা এবং বিবেচনা।
ঐশ্বরিয়া সত্য সাই বাল বিকাশ প্রোগ্রামের একজন ছাত্রী ছিলেন। তিনি বহুবার সাঁই বাবার সঙ্গে সংযোগ সম্পর্কে কথা বলেছেন এবং শৈশব থেকেই তিনি তার অনুরাগী বলে জানা গেছে।