পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা
বলিউড দম্পতি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার ঘরে নতুন অতিথি আসার খবর প্রকাশ পাওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে। বিশেষ করে একটাই প্রশ্ন ঘুরছিল সবার মনে। ছেলের নাম কী রাখা হবে, আর কবে দেখা মিলবে নবজাতকের প্রথম ঝলকের? প্রায় এক মাস ধরে সেই অপেক্ষা চলছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল। জানা গেলো পরিনীতি-রাঘবের সন্তানের নাম ।

গত ২০ অক্টোবর দম্পতির ঘরে আসে তাদের প্রথম সন্তান। মাতৃত্ব ও পিতৃত্বের আনন্দে ডুবে থাকা পরিণীতি-রাঘব অবশেষে প্রকাশ্যে আনলেন সেই বহু প্রতীক্ষিত নাম “নীর”। মঙ্গলবার ইনস্টাগ্রামে এক হৃদয়ছোঁয়া পোস্টে তারা সন্তান জন্মের এক মাস পর প্রকাশ করেন ছেলের নাম এবং সঙ্গে ভাগ করে নেন ছোট্ট নবজাতকের এক ঝলক ছবি।
তাদের যৌথ ক্যাপশনে লেখা ছিল “জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম তত্র এভ নীর। আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের চিরন্তন বিন্দু। আমরা তার নাম রেখেছি ‘নীর’ শুদ্ধ, পবিত্র, অনন্ত।” এই লাইনগুলো থেকেই স্পষ্ট নবজাতক তাদের জীবনে কেমন গভীর আবেগ আর নতুন অর্থ নিয়ে এসেছে।
ছবিতে শিশুর মুখ দেখানো হয়নি। তবে সেই ক্ষুদ্র দু’টি পায়ের দৃশ্যেই যেন উঠে এসেছে বাবা-মায়ের অফুরান স্নেহ। এক ছবিতে নীরের পায়ে আলতো চুমু এঁকে দিচ্ছেন পরিণীতি ও রাঘব, আরেক ছবিতে দু’জন মিলে সযত্নে আগলে রেখেছেন তাকে। পুরো ফটোসেটটিতে জড়িয়ে আছে নতুন বাবা-মায়ের চিরচেনা উৎফুল্লতা, নতুন জীবনকে ঘিরে উচ্ছ্বাস আর কোমল আবেগ।
পরিনীতি-রাঘবের সন্তানের নাম ও ছবি প্রকাশের পর মুহূর্তেই প্রতিক্রিয়া ভেসে আসে বলিউড অঙ্গন থেকে। গওহর খান অভিনন্দন জানিয়ে মন্তব্য করেন, অন্যদিকে জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংও পাঠান তাদের প্রতি ভালোবাসা। ভক্তরাও শুভেচ্ছা আর আশীর্বাদে ভরিয়ে দেন মন্তব্য বিভাগ।
নীর-এর নাম ঘোষণার মধ্য দিয়ে অবশেষে সম্পূর্ণ হলো পরিণীতি-রাঘব দম্পতির নতুন অধ্যায়ের পরিচয়। পরিবারে নতুন সদস্যকে নিয়ে তারা এখন সময় কাটাচ্ছেন ভালোবাসা ও শান্তির আবহে, আর ভক্তরা অপেক্ষায় আছেন কবে দেখা মিলবে নীরের প্রথম পূর্ণাঙ্গ ছবির।