‘দৃশ্যম’ অভিনেত্রী শ্রিয়া সরণ সম্প্রতি এক অজ্ঞাত ব্যক্তির ভয়ংকর প্রতারণার শিকার হয়েছেন। অভিনেত্রীর পরিচয়ে এক ব্যক্তি বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করছে এ কথা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন তিনি।
বুধবার (১৯ নভেম্বর) ইনস্টাগ্রামে একটি সতর্কতামূলক পোস্টে শ্রিয়া জানান, ওই প্রতারক তার ছবি ব্যবহার করে ভুয়া প্রোফাইল বানিয়েছে এবং আলাপচারিতার চেষ্টা করছে। সঙ্গে সে ব্যক্তির ফোন নম্বরও প্রকাশ্যে আনেন অভিনেত্রী।
শ্রিয়া বলেন, “মানুষকে বার্তা পাঠানো, বিভ্রান্ত করা এবং তাদের মূল্যবান সময় নষ্ট করা বন্ধ করুন। বিষয়টি অত্যন্ত বোকামি ও বিরক্তিকর।”
শ্রিয়ার দাবি, প্রতারক এমন অনেকের সঙ্গেও যোগাযোগ করেছে যাদের তিনি গভীরভাবে শ্রদ্ধা করেন এবং ভবিষ্যতে কাজ করতে চান। এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন,“এটা আমি নই, এটি আমার নম্বরও নয়! কেন মানুষ নিজের সময় নষ্ট করে এমন কাজ করে বুঝি না। নিজের জীবন নিয়ে ভাবুন, অন্যের ছদ্মবেশ ধারণ করে নয়।”
ইনস্টাগ্রাম স্টোরিতেও তিনি স্ক্যাম অ্যালার্ট জারি করে জানান, ভুয়া নম্বর থেকে কারও সঙ্গে যোগাযোগ করবেন না, কাজের প্রস্তাব বা পেমেন্টে সাড়া দেবেন না।অভিনেত্রীর পোস্টে তার ভক্তরাও উদ্বেগ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “এত অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে দেখে খারাপ লাগছে। কেউ আপনার নাম ব্যবহার করে মানুষকে ঠকাচ্ছে এটা সত্যিই হতাশাজনক।” আরেকজন পরামর্শ দিয়েছেন, “নম্বরটি অবশ্যই সাইবার ক্রাইম বিভাগে জমা দিন।” ঘটনার পর শ্রিয়া ভক্ত ও পরিচিতজনদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরণ সৌন্দর্য, পর্দায় কারিশমা ও বহুমুখী অভিনয়ের জন্য বহুদিন ধরেই দর্শকের প্রিয় মুখ। ‘দৃশ্যম’ সিরিজে নীরব অথচ শক্তিশালী উপস্থিতি থেকে শুরু করে বিভিন্ন ভাষার ছবিতে বৈচিত্র্যময় চরিত্র প্রতিটি ভূমিকায়ই তিনি দেখিয়েছেন তার পরিপক্বতা ও দক্ষতা। পর্দার বাইরেও তিনি সামাজিক কাজ ও সচেতনতার বার্তা ছড়ানোর জন্যও বিশেষভাবে প্রশংসিত।