কাস্টিং কাউচ নিয়ে নীরবতা ভাঙলেন পায়েল
গ্ল্যামার জগতের এক লুকোনো অন্ধকার দিক হলো কাস্টিং কাউচ। বলিউড থেকে টলিউড সব জায়গাতেই এর প্রভাব দেখা যায়। কাজের আশ্বাসে অনেক সময় নতুন নায়িকা বা মডেলরা শিকার হন অনৈতিক প্রস্তাবে। এমনকি প্রতিষ্ঠিত তারকারাও অনেক ক্ষেত্রে এ থেকে রেহাই পাননা। টলিউডের প্রতিষ্ঠিত নায়িকা পায়েল সরকারও অনৈতিক প্রস্তাবে শিকার হয়েছেন। সম্প্রতি ‘স্ট্রেট আপ উইথ শ্রি’ এর এক পডকাস্টে নিজের কঠিন সময়ের কথা তুলে ধরেন পায়েল।

প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, সঞ্চালক সঙ্গে কথোপকথনে ক্যারিয়ারের একটি অন্ধকার অভিজ্ঞতা শেয়ার করছেন তিনি। পায়েল জানান, এক প্রযোজক তার কাছে ব্যক্তিগত ‘সুবিধা’ চেয়েছিলেন। সঞ্চালক স্পষ্ট করে জানতে চান সেটা কি ‘যৌন সুবিধা’? পায়েল দ্বিধাহীনভাবে বলেন-‘হ্যাঁ।’ তিনি আরও বলেন, তার ফ্লপ ছবির সময় যখন তিনি প্রযোজকের অনৈতিক প্রস্তাবে না বলেন, তখন ওই প্রযোজক প্রতিশোধ নিতে শুরু করেন।
এরপর পায়েল বলেন, ‘উনি সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে খারাপ কথা লিখেছিলেন। আমার ছবিতে ক্রস দিয়ে ভুলভাল লিখছিলেন, বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন। তারপর আমি কামব্যাক করলাম। এরপর “প্রেম আমার” হলো, “লে ছক্কা” হলো। মনে আছে, এক বছরের ব্যবধানে দুটো ছবি শুটিং করেছিলাম।’

নায়ক দেবের সঙ্গে তার জুটি ব্লকবাস্টার হিট
একসময় টলিউডের কমার্শিয়াল ছবির পরিচিত মুখ ছিলেন পায়েল সরকার। দেবের সঙ্গে তার জুটি ব্লকবাস্টার হিট। ‘আই লাভ ইউ’, ‘লে ছক্কা’, ‘প্রেম আমার’ এর মতো মেগা হিট ছবি রয়েছে পায়েল সরকারের ঝুলিতে। পায়েল বলেন, আমাদের সমাজে এখনো মেয়েদের না বলাটাকে সম্মান করতে পারে না পুরুষ। তিনি বলেন, ‘একজন মহিলা কোথাও গিয়ে “না” বলছে, মানে সে কোথাও গিয়ে স্টান্ট নিচ্ছে। আমাদের এখানে না মেয়েদের না বলাটা পুরুষরা ইগোতে নিয়ে নেয়, সেটা ইন্ডাস্ট্রির অন্দরের লোক হোক বা বাইরের।’

৪০ বছর পার হলেও বিয়ে করেননি পায়েল
একটা সময় নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও ইন্ডাস্ট্রিতে কম চর্চা হয়নি। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক ছিল। পরে সেটি ভেঙে যায়। শুভশ্রীকে বিয়ে করেছেন রাজ। তবে, ৪০ বছর পেরোলেও এখনো বিয়ে করেননি পায়েল। তাকে সবশেষ দেখা গেছে নজরবন্দী ছবিতে। বিতর্কের কেন্দ্রে থাকা দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।