জীবনের প্রথম সিনেমায় রিচি সোলায়মান
দেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। টেলিভিশন নাটকে বহুবছর ধরে অভিনয় করলেও কখনোই তাকে বড় পর্দায় দেখা যায়নি। অবশেষে সেই খরা কাটছে। জীবনের প্রথম সিনেমায় অভিনয় করছেন রিচি সোলায়মান । বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি একটি কফিশপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন রিচি। সেখানে সাংবাদিকদেরকে জানান, শিগগিরই একটি নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন। তিনি বলেন,“খুব শিগগিরই একটি চলচ্চিত্রে কাজ শুরু করছি। ‘সাজগোজ’ প্রযোজনা প্রতিষ্ঠানটি এটি নির্মাণ করছে। পরিচালনায় থাকছেন রাজীব সালেহীন। আরও কিছু প্রস্তাব রয়েছে, তবে শুটিং শুরু না হওয়া পর্যন্ত সেগুলো নিয়ে বিস্তারিত বলতে চাই না।”
সিনেমার পরিচালক রাজীব সালেহীন জানিয়েছেন, এ মাসের শেষ দিকে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তখনই জানা যাবে সিনেমার নাম ও অন্যান্য অভিনয়শিল্পীদের পরিচয়।
এর আগেও সিনেমায় অভিনয় করছেন রিচি সোলায়মান এমন খবর উঠেছিলো। বছরের শুরুতে এক টিভি সাক্ষাৎকারে তিনি জানান, পূর্বে নানা পরিকল্পনা থাকলেও ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণে সিনেমায় কাজ করা হয়ে ওঠেনি। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর আবারও চলচ্চিত্রে অভিনয় করার আগ্রহ জন্মেছে তাঁর।
এদিকে সাম্প্রতিক সময়ে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে রাজনৈতিক পোস্ট ছড়িয়ে পড়ায় রিচি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। তার নাম ও ছবি ব্যবহার করে নিয়মিত রাজনৈতিক মন্তব্য করা হচ্ছে যা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। রিচি জানান, “আমি কখনোই রাজনৈতিক বিষয়ে মন্তব্য করি না। অনেকেই ফোন করে জানতে চাইছেন এসব কথা আমি বলেছি কি না। আইডিটি ভুয়া এটা সবাইকে জানাতে বাধ্য হয়েছি। সংবাদমাধ্যমের কিছু অংশ যাচাই না করেই সেই পোস্টগুলো প্রকাশ করছে, যা দুঃখজনক। নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছি।”
সব মিলিয়ে, দীর্ঘ টেলিভিশন ক্যারিয়ারের পর এবার প্রথমবারের মতো রিচি সোলায়মানকে বড় পর্দায় দেখা যাবে এমন সম্ভাবনায় দর্শকদের মাঝেও নতুন কৌতূহল তৈরি হয়েছে।