সুস্মিতা সেন এর জীবনযুদ্ধ ও হার না মানার গল্প
১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট জিতে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন সুস্মিতা সেন । ‘ম্যায় হু না’সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয়ের পর তিনি সর্বশেষ ২০১০ সালে ‘নো প্রবলেম’-এ পর্দায় দেখা দিয়েছিলেন। দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরতে আগ্রহী এই অভিনেত্রী সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন ভিন্ন কারণে।

দুই বছর আগে তিনি ভয়াবহ হার্ট অ্যাটাকের শিকার হন। ধমনীতে ৯৫ শতাংশ ব্লকেজ ধরা পড়ায় জরুরি অ্যানজিওপ্লাস্টি করা হয়। এই ঘটনার পর ভক্তদের উদ্বেগ বেড়ে গেলেও দিব্যা জৈনের এক পডকাস্টে সুস্মিতা খোলামেলা ভাবে জানান সেই সংকটময় সময়ের কথা।
তার বর্ণনায় জানা যায় অ্যাটাকের শুরু থেকে অপারেশনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি পুরোপুরি সচেতন ছিলেন। চিকিৎসকেরা অজ্ঞান করার পরামর্শ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। তার মনে হয়েছিল, অচেতন হয়ে পড়লে হয়তো আর জ্ঞান ফিরে নাও আসতে পারে। নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার প্রবণতা থেকেই জেগে থেকে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।

সুস্মিতার মতে, ওই সময় চিকিৎসকেরা তাকে বেশ অধৈর্য মনে করেছিলেন কারণ তিনি অপারেশনের মাঝেও প্রক্রিয়া দ্রুত এগোতে বলছিলেন। জয়পুরে শুটিং সেটে অসুস্থ হয়ে পড়লেও তার মাথায় তখনো ছিল যত দ্রুত সম্ভব কাজে ফিরতে হবে।
অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে চিকিৎসার মাত্র দুই সপ্তাহ পরই তিনি র্যাম্পে হাঁটেন এবং একটি ফ্যাশন শোর মাধ্যমে আবার কাজে ফেরেন। সুস্থতা, আত্মবিশ্বাস ও পেশাদারিত্ব তিনটিই একসঙ্গে প্রমাণ করেছেন তিনি।