হানিয়া আমির-শাকিব জুটি নিয়ে আলোচনার ঝড়
এবার ঢালিউডে এবার নতুন জুটি হিসেবে হাজির হচ্ছেন হানিয়া আমির ও শাকিব খান। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবং বাংলাদেশের মেগাস্টার শাকিব খান একসঙ্গে বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এই খবর নিশ্চিত করেছেন শাকিব। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই হানিয়া আমির ও শাকিব জুটিকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ক্যারিয়ারের স্বর্ণালি সময় পার করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। একের পর এক হিট ছবি উপহার দিয়ে ব্যস্ততার শীর্ষে রয়েছেন তিনি। সামনে রয়েছে টানা শুটিং শিডিউলও। বর্তমানে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন বহুল আলোচিত সিনেমা ‘সোলজার’–এর কাজে।
এমন ব্যস্ত সময়েই নতুন এক লুকে একটি প্রতিষ্ঠানের আউটলেট উদ্বোধনে হাজির হন শাকিব খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। অনুষ্ঠান চলাকালে দু’জনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন হয়, যার কয়েকটি মুহূর্ত দ্রুতই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

আমার ফিউচার নায়িকা হানিয়া আমির: শাকিব
৯ মিনিটের ওই ভিডিওতে উঠে আসে হানিয়া আমিরের প্রসঙ্গ। শাকিব রাফসানকে বলেন, “তোমার একটি ব্লগ দেখলাম, আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।” শাকিবের মুখে এমন মন্তব্য শুনে অবাক হয়ে যান রাফসান। এরপর লাজুক হাসি দিয়ে তিনি জিজ্ঞাসা করেন, “উনি কি আপনার সঙ্গে মুভি করছেন?” জবাবে শাকিব খান স্পষ্টভাবে বলেন, “হ্যাঁ, একটা মুভি করার কথা রয়েছে।”
শাকিবের এই উত্তর শুনে রাফসানসহ উপস্থিত সবাই চমকে যান। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। নেটিজেনদের ধারণা, সম্ভবত ‘প্রিন্স’ ছবিতেই শাকিবের সঙ্গে জুটি বাঁধতে পারেন হানিয়া আমির। ডিসেম্বরেই এই ছবির শুটিং শুরু করবেন শাকিব।

এছাড়া ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আরও একটি নতুন ছবির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে শাকিব খানের। তবে ছবিটির নাম এখনো ঠিক হয়নি। কোন ছবিতে হানিয়াকে দেখা যাবে, তা এখনও নিশ্চিত করেননি নায়ক কিংবা নির্মাতা। সব মিলিয়ে বলা যায়, হানিয়া আমির–শাকিব খান জুটি নিয়ে দুই দেশের চলচ্চিত্রপ্রেমীদের মাঝে উত্তেজনা তুঙ্গে। নতুন এই কোলাবরেশন ঢালিউডে বড় চমক হতে পারে বলেই মনে করছেন অনেকে।