Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ যুক্ত হলেন অর্চিতা স্পর্শিয়া

স্পর্শিয়া

ব্যাচেলর পয়েন্টে নতুন চমক স্পর্শিয়া

দেশের টিভি নাটকের অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। বর্তমানে এই সিরিয়ালের সিজন ৫ চলছে। সিজন ৫-এ ফিরে এসেছে প্রথম দিককার চরিত্র নেহাল। তাদের যুক্ত হয়েছে জাকির চরিত্রটিও। তবে যুক্ত হয়েছে আরো এক নতুন চমক। নতুন এই চমকটির নাম অর্চিতা স্পর্শিয়া। ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ যুক্ত হলেন অর্চিতা স্পর্শিয়া ।

সিরিজটি নিয়ে নির্মাতা অমি তার ফেসবুকের এক পোস্টে লিখেছিলেন, ‘ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?’ অবশেষে সেই রহস্যের জট খুলেছে বৃহস্পতিবার সন্ধ্যায় দেয়া নির্মাতার পোস্ট থেকেই। পোস্টার প্রকাশ করে জানালেন, ব্যাচেলর পয়েন্টে যুক্ত হচ্ছেন স্পর্শিয়া। নির্মাতা বলছেন, চরিত্রটি দর্শকদের জন্য বিশাল সারপ্রাইজ হবে!

এই বিষয়ে অভিনেত্রী জানালেন, ‘গত কয়েক বছর ধরে সিরিয়াস জনরায় কাজ বেশি করা হচ্ছিল। এজন্য চাচ্ছিলাম, সেখান থেকে বেরিয়ে ফান-কমেডি বা কালারফুল কিছু করতে; যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হওয়া যায়।

‘ব্যাচেলর পয়েন্ট’ টিম থেকে যখন কল এলো, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিই। তা ছাড়া এই সিরিয়াল তো একটা ব্র্যান্ড, সবার কাছে জনপ্রিয়। এর আগে অমি ভাইয়ের সঙ্গে কখনও কাজ করা হয়নি। তিনি মেধাবী মেকার। সব আর্টিস্টই চান, ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে। আশা করছি, আমাদের কোলাবোরেশন অনেক স্ট্রং কিছু হবে। বাকিটা দর্শকরা বলবেন।’

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এ স্পর্শিয়াকে নেয়ার কারণ

কাজল আরেফিন অমি বলেন, ব্যাচেলর পয়েন্টে পুরুষ চরিত্রগুলো বেশি দেখা যায়। সেই তুলনায় ফিমেল চরিত্র তুলনামূলক। দর্শকরা বিগত সিজনে এখানে যেসব ফিমেল চরিত্র দেখেছেন, সবাইকে পছন্দ করেছেন এবং চরিত্রগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। গল্পের চাহিদায় মনে হয়েছে, সিজন ফাইভে আরও নতুন চরিত্র দরকার, যে কারণে স্পর্শিয়াকে নিয়েছি। আমি চাই, তার চরিত্রটি দর্শকদের জন্য সারপ্রাইজ এবং এটাও দর্শক বিশ্বাসযোগ্য মনে হবে। স্পর্শিয়ার সঙ্গে কারও পেয়ার হয় কিনা, বা তার চরিত্র কতটা আনন্দিত করবে সেটা সিজন ফাইভে নেক্সট এপিসোডগুলো দেখলে দর্শক বুঝতে পারবেন।

সিরিয়ালটির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ছাড়াও চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউবেও দেখা যাচ্ছে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নতুন কুঁড়ি-২০২৫ : পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রধান উপদেষ্টা পুরস্কার তুলে দেন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর…
‘নতুন কুঁড়ি ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মিস ইউনিভার্সে প্রথম হতে মিথিলার দরকার ৫০ হাজার ভোট  

বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মিথিলা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর চলছে থাইল্যান্ডে। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায়…
মিস ইউনিভার্সে প্রথম হতে মিথিলার দরকার ৫০ হাজার ভোট

‘টেস্ট অব চেরি’ সিনেমা অভিনেতা মারা গেছেন  

অভিনেতা হোমায়ুন এরশাদি মারা গেছেন ইরানের কিংবদন্তী নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বিশ্বজয়ী সিনেমা ‘টেস্ট অব…
‘টেস্ট অব চেরি’ সিনেমা অভিনেতা মারা গেছেন

বিজয় থালাপাতির শেষ সিনেমা- মুক্তির আগেই আয় ৪০০ কোটি  

মুক্তির ২ মাস আগেই ৪০০ কোটি আয় অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে গেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়।…
বিজয় থালাপাতির শেষ সিনেমা
0
Share