হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী
আজ জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী। বাংলা সাহিত্যের অন্যতম সর্বাধিক প্রশংসিত ও প্রভাবশালী এই ব্যক্তির স্মরণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ভক্তরা নানা ধরনের আয়োজন করেছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়েরও আয়োজন করার কথা ছিলো নানা আয়োজন। তারই সূত্রধরে হুমায়ূন আহমেদের জন্মদিন নিয়ে সংস্কৃতি উপদেষ্টাকে নিয়ে এক স্ট্যাটাস দিয়েছেন মেহের আফরোজ শাওন।
হুমায়ূন আহমেদ কথাসাহিত্যিক হলেও চিত্রনাট্য রচনা ও চলচ্চিত্র নির্মাণ করে দেশের সিনেমা ও নাটক অঙ্গনে এক নতুন রূপ সৃষ্টি করেছিলেন। সাধারণ জীবনের সরলতা, জটিলতা, আবেগের সারল্য ও হাস্যরসের মাধ্যমে এক নতুন ধারা সৃষ্টি করেছিলেন। যা আজও দর্শকনন্দিত।

হুমায়ূন আহমেদের জন্মদিনকে কেন্দ্র করে বড় আয়োজনের ঘোষণা দিয়েছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। কিন্তু আজ সারাদেশে ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি থাকায় এ আয়োজন কিভাবে হচ্ছে তা জানায়নি বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
এ বিষয়ে হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন লিখেছেন, ‘জনগণ ‘সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’ সিরিজে হুমায়ূন আহমেদ এর জন্মদিন উদযাপনের বিস্তৃত আয়োজনে অংশগ্রহণ করার জন্য আজ ১৩ নভেম্বর সারাদিন ধরে সংস্কৃতি উপদুষ্টুর বাসায় অবস্থান করছে। এইটাকে স্বৈরাচারের লকডাউনের সফলতা বলে প্রচার করছে অনেকে।
হুমায়ূন আহমেদের জন্মদিন নিয়ে ফারুকীর মন্তব্য
এর আগে দেশের কিংবদন্তি শিল্পীদেরকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হবে, এমন আশাবাদ ব্যক্ত করেছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সেসময় তিনি লিখেছিলেন, “হুমায়ূন আহমেদ। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে সবচেয়ে প্রভাবশালী কালচারাল আইকন সম্ভবত তিনি। ‘সেলেব্রেটিং বাংলাদেশি লেজেন্ডস’ সিরিজে এবার আমরা উদযাপন করব হুমায়ূন আহমেদকে, এই ১৩ নভেম্বর। আরো বড়, আরো বিস্তৃত আয়োজনে হবে এবারের পর্ব। গান হবে, ছবি দেখানো হবে, আলাপ হবে।“
ওই পোস্টে তিনি আরো বলেন, ভালো হতো ১৩ তারিখ যদি ভরা পূর্ণিমা হতো। কিন্তু ক্যালেন্ডার বলছে ৫ তারিখ পূর্ণিমা।“
আর এই স্ট্যাটাসকে কেন্দ্র করেই মেহের আফরোজ শাওন আবারো স্ট্যাটাস দিয়েছেন তার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে।