Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, নভেম্বর ১২, ২০২৫

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা ধর্মেন্দ্র

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র

অবশেষে বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে নিয়ে গত কয়েকদিন ধরে চলা বিভ্রান্তি ও গুজবের অবসান ঘটেছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা ধর্মেন্দ্র । একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও বুধবার সকালে অভিনেতার পরিবার নিশ্চিত করেছে ধর্মেন্দ্র সুস্থ আছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা ধর্মেন্দ্র

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। এরপরই তিনি ফিরে গেছেন জুহুর নিজ বাসভবনে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত ঘরোয়া পরিবেশেই চিকিৎসা ও বিশ্রাম চলছে এবং অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। ধর্মেন্দ্রর পরিবার এক বিবৃতিতে জানিয়েছে,

আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনায় তিনি অনেকটাই সেরে উঠেছেন। আমরা বিনীতভাবে অনুরোধ করছি এই সময়ে কোনো গুজব বা অনুমান ছড়ানো থেকে বিরত থাকুন এবং তাঁর ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অভিনেতা চিরঞ্জীবী ও লেখক জাভেদ আখতারসহ অনেকেই শোকবার্তা দেন। তবে কিছু সময় পরই অভিনেতার মেয়ে এষা দেওল ‘এক্স’-এ একটি পোস্ট করে জানিয়ে দেন, তাঁর বাবা জীবিত ও সুস্থ আছেন। এরপরই গুজবের অবসান ঘটে এবং অনেক তারকা নিজেদের পোস্ট মুছে ফেলেন।

ভুয়া খবর ছড়ানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ধর্মেন্দ্রর স্ত্রী ও সংসদ সদস্য হেমা মালিনী। তিনি লিখেছেন,

এটি দায়িত্বহীন ও লজ্জাজনক আচরণ। একজন মানুষ চিকিৎসাধীন অবস্থায় থাকলে তাঁর প্রতি সহানুভূতি ও সম্মান দেখানোই মানবিকতা। এমন মিথ্যা সংবাদ প্রচার সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

অভিনেতাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন হেমা মালিনী, সানি ও ববি দেওল, সালমান খান, শাহরুখ খান, আমির খানসহ বলিউডের অনেক তারকা।

১৯৩৫ সালে পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া ধর্মেন্দ্রর আসল নাম ধর্মসিং দেওল। ১৯৬০ সালে ফিল্মফেয়ার ট্যালেন্ট প্রতিযোগিতায় জিতে মুম্বাইয়ে আসেন তিনি। এরপর ‘ফুল অউর পাথর’ (১৯৬৬) চলচ্চিত্রের মাধ্যমে রাতারাতি খ্যাতি পান। ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘ধর্ম বীর’, ‘মেরা গাঁও মেরা দেশ’সব কটি চলচ্চিত্রই তাঁকে দিয়েছে কিংবদন্তির মর্যাদা। ১৯৮০ সালে সহঅভিনেত্রী হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। যুগলবন্দিতে তাঁরা ৩০টিরও বেশি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সংসারে জন্ম নেওয়া সানি ও ববি দেওলও এখন বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা।বর্তমানে পরিবার ও চিকিৎসকদের তত্ত্বাবধানে জুহুর বাংলোয় বিশ্রামে আছেন ধর্মেন্দ্র।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঢাকায় এলেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা

অভিনেতা আহাদ রাজা মীর একটি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এলেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা ।  তার এই আগমনে…
ঢাকায় এলেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা

বাংলাদেশের ‘ঊনাদিত্য’- ৭ম গ্লোবাল তাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

এআই প্রযুক্তিতে পুনর্জীবন পেল ‘ঊনাদিত্য’ ঢাকাই সিনেমায় লেগেছে প্রযুক্তির ছোঁয়া। প্রায় ১৫ বছর আগে রাজীবুল…
বাংলাদেশের ‘ঊনাদিত্য’

মিস ইউনিভার্সে মিথিলা – ভোট চাইলেন জয়া আহসান ও ফারিয়া

তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন তানজিয়া জামান মিথিলা। ১২১টি দেশের…
মিস ইউনিভার্সে মিথিলা

দিল্লির বিস্ফোরণে রণবীর সিংয়ের সিনেমা নিয়ে আশংকা

দিল্লি বিস্ফোরণের পর রণবীর সিংয়ের সিনেমা ঘিরে অনিশ্চয়তা ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার সন্নিকটে ভয়াবহ…
দিল্লির বিস্ফোরণে রণবীর সিংয়ের সিনেমা নিয়ে আশংকা
0
Share