প্রিয়াঙ্কা জামান বিয়ে করলেন
মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান বিয়ে করেছেন। গত ৯ নভেম্বর পুরান ঢাকার একটি বাসভবনে ঘনিষ্ঠ পরিজন ও দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় , এবং বিয়ে করেই মক্কা গেলেন প্রিয়াঙ্কা জামান

তার জীবনসঙ্গী হয়েছেন রাকিবুল হাসান, যিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও নারায়ণগঞ্জের ব্যবসায়ী। বিয়ের পরদিনই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে রওনা হন নবদম্পতি। আগামী ২৩ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের।
বিয়ের আগে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তিনি এমন একজন মানুষকে খুঁজছিলেন যিনি ধর্মপরায়ণ, মূল্যবোধসম্পন্ন এবং তাকে আন্তরিকভাবে ভালোবাসবেন। সৌদিতে যাওয়ার পূর্বে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, রাকিবের সঙ্গে পরিচয় খুব দীর্ঘ নয় তবে স্বল্প সময়ের পরিচয়েই তিনি তার চরিত্র ও মানসিকতা বোঝার চেষ্টা করেছেন।
প্রিয়াঙ্কার ভাষায়, জীবনের সঙ্গী হিসেবে যে ধরনের মানুষ কল্পনা করেন, রাকিবুল ঠিক তেমনই। তার বিনয়, যত্নশীলতা ও দায়িত্ববোধ তাকে মুগ্ধ করেছে। নবদম্পতি সবার কাছে দোয়া চেয়েছেন যেন সুস্থভাবে দেশে ফিরে সুখে দুঃখে একসঙ্গে পথ চলতে পারেন। প্রিয়াঙ্কা জানান, আগামী জানুয়ারিতে ঢাকায় তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

অভিনয় ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেও প্রিয়াঙ্কা বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করে চলেছেন। সম্প্রতি তিনি সজীব চিশতীর ‘গয়নার বাক্স’সহ আরও দুটি নাটকের কাজ শেষ করেছেন। কিছুদিন আগে সুনামগঞ্জে শেষ করেছেন কামরুল হুদার রচনা ও কামরুল হাসান সুজন পরিচালিত ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘মার্ডার’ এর শুটিং। তার অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ডিপজলের প্রযোজনায় ‘যেমন জামাই তেমন বউ’। মুক্তির অপেক্ষায় রয়েছে আরও কয়েকটি সিনেমা মান্নান গাজীপুরীর ‘কী করে বলবো তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’ এবং মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামী’ ।