Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, নভেম্বর ১০, ২০২৫

হাবিব ওয়াহিদের ‘দিন গেল’ – জনপ্রিয় গানের জন্মের অজানা গল্প

হাবিব ওয়াহিদের ‘দিন গেল’
হাবিব ওয়াহিদ

হাবিব ওয়াহিদের ‘দিন গেল’ : সঙ্গীতের পেছনের গল্প

বাংলাদেশের সংগীতাঙ্গনের অন্যতম প্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। তার ক্যারিয়ারের অন্যতম সফল গান ‘দিন গেল তোমারও পথ চাহিয়া’। গানটি ২০০৪ সালে প্রকাশিত হয় ‘ময়না গো’ অ্যালবামে। তবে এই গানটি অ্যালবামে অন্তর্ভুক্ত হওয়ার কোনো প্রাথমিক পরিকল্পনা ছিল না হাবিবের। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাবিব জানান, কীভাবে ‘দিন গেল’ হঠাৎ করেই আলোচিত গানে পরিণত হলো। হাবিব ওয়াহিদের ‘দিন গেল’ এর অজানা ইতিহাস উন্মোচিত। গানের সুর, অনুপ্রেরণা ও তৈরির পেছনের গল্প জানুন বিস্তারিত।

হাবিব ওয়াহিদের ‘দিন গেল’

হাবিব বলেন, “গানটি আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। কখন প্রকাশ পাবে সেটা আমি জানতাম না। সেই সময় অর্ণব বসের স্টুডিওতে অনেক আসা যাওয়া চলছিল। একদিন সুযোগ হলো তখন ভাবলাম অর্ণবকে গানটি শুনিয়ে দিই।” তিনি আরও বলেন, “আমি বলেছিলাম, ‘ভাই, এই গানটা বানাইছি শোনেন তো।’” অর্ণব গানটি মনোযোগ সহকারে শুনেছিলেন এবং হাবিবকে অবাক করে বলেন, “আরে হাবিব, এই গানটা তো জোশ হয়েছে, তুমি দিচ্ছ না কেন?” হাবিব তখন কিছুটা দ্বিধান্বিত ছিলেন। সাক্ষাৎকারে তিনি স্মরণ করেন, “আমি অবাক হয়ে শুধু বলতে পারি, ‘ভাই, সত্যিই নাকি ভালো হয়েছে!’ অর্ণব আবার জোর দিয়ে বললেন, ‘এটা তুমি দিচ্ছ না কেন?’ তখনও হয়তো আমি পুরোপুরি বিশ্বাস করতে পারিনি।”

অ্যালবামে অন্তর্ভুক্ত

শেষমেষ, ‘দিন গেল’ গানটি ‘ময়না গো’ অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। অ্যালবামে মোট ৯টি গান থাকলেও, ‘দিন গেল’ অ্যালবামের অন্যতম আলোচিত ও জনপ্রিয় গান হয়ে ওঠে। হাবিব আরও জানান, “এই গানটি নিয়ে ফুয়াদও আমাকে একই কথা বলেছিল। নিউইয়র্কে যখন গানটি প্রথম শুনেছিলেন, তখনই তার খুব ভালো লেগেছিল। প্রথমে শুনে মনে হয়েছিল যেন চেয়ার থেকে পড়ে যাব এতটাই ভালো লেগেছিল।”

হাবিব ওয়াহিদের ‘দিন গেল’

হাবিব ওয়াহিদের প্রযোজনায় প্রকাশিত প্রথম লোকসংগীত রিমিক্স অ্যালবাম ‘কৃষ্ণ’ ২০০৩ সালে বের হয়। তখনও তিনি একজন সংগীতের ছাত্র ছিলেন। সেই অ্যালবামের গানগুলো প্রকাশ পেলে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে হাবিব। এরপর থেকে তিনি বাংলাদেশের সংগীতাঙ্গনে এক পরিচিত নাম হয়ে ওঠেন, বিশেষত আধুনিক রিমিক্স ও লোকসংগীতের সমন্বয়ে।

‘দিন গেল’ গানের অপ্রত্যাশিত সফলতা হাবিবের প্রতিভা ও সৃষ্টিশীলতার পরিচায়ক। এটি প্রমাণ করে যে কখনো কখনো, একটি স্বাভাবিকভাবে তৈরি গানও অপ্রত্যাশিতভাবে দর্শক ও শ্রোতাদের হৃদয় স্পর্শ করতে পারে। হাবিবের ক্যারিয়ারকে বিশেষভাবে সংজ্ঞায়িত করেছে এই গান, যা আজও বাংলাদেশের সংগীতপ্রেমীদের মধ্যে বিশেষ স্থান অধিকার করেছে।

উল্লেখ্য ,বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ , অডিও অ্যালবাম, প্লে-ব্যাক এবং ভিডিও মাধ্যম মিলিয়ে জনপ্রিয়তা পেয়েছে তার অসংখ্য গান। শুধু তাই না, হাবিবের হাত ধরে তৈরি হয়েছে এ সময়ের বেশ ক’জন কণ্ঠশিল্পী এবং সংগীত পরিচালক। সংগীতে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার এবং সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ডসহ দেশ বিদেশের আরও বেশ কিছু পুরস্কার পেয়েছেন হাবিব ওয়াহিদ। বর্তমানে গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন হাবিব ।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ব্যাটম্যান এবার মুখে দাঁড়ি নিয়ে হাজির

ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশনের নতুন সিরিজ ‘ব্যাট-ফ্যাম’ ডিসি ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ব্যাটম্যান এবার হাজির…
ব্যাটম্যান এবার মুখে দাঁড়ি নিয়ে হাজির

অমিতাভ বচ্চনের সাথে দেখা হল শাকিবের ‘প্রিন্স’ টিমের  

‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের সাথে দেখা হল শাকিবের ‘প্রিন্স’…
অমিতাভ বচ্চনের সাথে দেখা হল শাকিবের ‘প্রিন্স’ টিমের

প্রসেনজিতের স্পষ্ট বক্তব্য বাংলা ছবির প্রতিযোগিতা নিয়ে

বাংলা ছবির প্রতিযোগিতা নিয়ে স্পষ্ট বক্তব্য প্রসেনজিতের টলিউডে দীর্ঘদিন ধরে একাই ইন্ডাস্ট্রির ভার সামলেছেন…
প্রসেনজিতের স্পষ্ট বক্তব্য

পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আল্লামা ইকবালের জীবনী আসছে

আল্লামা ইকবালের জীবনী নিয়ে সিরিজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আল্লামা ইকবালের জীবনী আসছে বলে জানা গিয়েছে।…
পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আল্লামা ইকবালের জীবনী আসছে
0
Share