Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, নভেম্বর ৯, ২০২৫

গ্রামীণফোনের ‘কাগজের কলম’-জিএসএমএ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড

গ্রামীণফোনের ‘কাগজের কলম’

অ্যাওয়ার্ড জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজের কলম’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজের কলম’ (দি পেপার পেন)-এর জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। জিএসএমএ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোনের ‘কাগজের কলম’   সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত জিএসএমএ ডিজিটাল নেশন সামিট ২০২৫ (আসিয়ান সংস্করণ)-এ ‘এক্সিলেন্স ইন সাসটেইনেবিলিটি ভিডিও অ্যাওয়ার্ড’ জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

গ্রামীণফোনের ‘কাগজের কলম’

গ্রামীণফোনের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন কর্পোরেট পোর্টফোলিও, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনের প্রধান শারমিন রহমান। আসিয়ান অঞ্চলের ১৭টি মনোনীত কনটেন্টের মধ্য থেকে কঠোর মূল্যায়নের ভিত্তিতে জিএসএমএ বিচারক প্যানেল গ্রামীণফোনকে বিজয়ী ঘোষণা করে।

গ্রামীণফোনের ‘কাগজের কলম’

জিএসএমএ ডিজিটাল নেশন অ্যাওয়ার্ডস এমন সব প্রতিষ্ঠানকে সম্মাননা জানায় যারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এশিয়া জুড়ে অন্তর্ভুক্তি, টেকসই উন্নয়ন ও উদ্ভাবনকে এগিয়ে নিচ্ছে এবং সংযোগের শক্তি কীভাবে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে তা তুলে ধরছে।

গ্রামীণফোনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজের কলম’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে যশোরের পরিবেশবান্ধব উদ্যোক্তা নাসিমা আখতারের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হয়েছে। তিনি একটি সাধারণ ধারণাকে টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের জন্য একটি কমিউনিটি-ভিত্তিক উদ্যোগে রূপ দিয়েছেন। তার উদ্ভাবন ‘শুভ পরিবেশবান্ধব কলম’ ব্যবহারের পর মাটিতে রোপণ করলে গাছে পরিণত হয়। এই উদ্যোগ একদিকে স্থানীয় নারীদের জন্য জীবিকার সুযোগ তৈরি করেছে, অন্যদিকে  পরিবেশবান্ধব জীবনধারায় অনুপ্রেরণা জুগিয়েছে। গ্রামীণফোন নাসিমার এই অনুপ্রেরণামূলক গল্পটি উপস্থাপন করেছে এই বার্তা দিতে যে, উদ্দেশ্যনির্ভর উদ্ভাবনই হতে পারে সামাজিক অগ্রগতি ও তাৎপর্যপূর্ণ পরিবর্তনের চালিকাশক্তি। 

গ্রামীণফোনের ‘কাগজের কলম’

এই অর্জন উদযাপনে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামানের নেতৃত্বে একটি দল যশোরে নাসিমার বাড়ি ও কারখানায় গিয়ে তার আনন্দ ভাগ করে নেয় এবং কমিউনিটি উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে তার অসাধারণ অবদানের স্বীকৃতি জানায়।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন,

গ্রামীণফোনে আমরা বিশ্বাস করি, প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব যখন মানুষ তার ধারণাকে বাস্তবে রূপ দিতে পারে। এই স্বীকৃতি প্রমাণ করে যে, শক্তিশালী ধারণা ও দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্তিদের হাত ধরেই অর্থবহ পরিবর্তনের শুরু হয়। নাসিমা আখতারের যাত্রা আমাদের সেই উদ্ভাবন ও ক্ষমতায়নের চেতনার প্রতিফলন, যা আমরা গভীরভাবে লালন করি। তার গল্প আমাদের মনে করিয়ে দেয়, যখন সুযোগ ও সাহস একত্রিত হয় তখন তা অগ্রগতির এমন ঢেউ সৃষ্টি করে যা অনেককে স্বপ্ন দেখতে, পদক্ষেপ নিতে ও টেকসই পরিবর্তন আনতে অনুপ্রাণিত করে।

নাসিমা আখতারকে তার অনুপ্রেরণাদায়ক উদ্ভাবনের জন্য এবং গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড ও ইন্ডি রিলস’কে সৃজনশীল সহযোগিতার মাধ্যমে গল্পটি জীবন্ত করে তোলার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে গ্রামীণফোন।

দীর্ঘদিন ধরে সামাজিক ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবন, পরিবেশগত টেকসই উন্নয়ন ও মানবকেন্দ্রিক অগ্রগতিতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। আন্তর্জাতিক এই স্বীকৃতি সেই অঙ্গীকারকে আরও সংহত করলো।   

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিজয় ভার্মাকে বাঁচালেন আমির খানের মেয়ে ইরা খান

বিজয় ভার্মার পাশে আমিরকন্যা ইরা খান করোনাকালের সবচেয়ে অন্ধকার দিনগুলোতে নিজের ভেতরের লড়াই নিয়ে এবার খোলামেলা…
বিজয় ভার্মাকে বাঁচালেন আমির খানের মেয়ে ইরা খান

বুবলী-আদরের নতুন ছবি ‘ঢাকাইয়া দেবদাস’: রোমান্সে ভরপুর

‘ঢাকাইয়া দেবদাস’ প্রেম, সংস্কৃতি ও প্রেমের গল্প পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতি নিয়ে নির্মাণ হচ্ছে…
বুবলী-আদরের নতুন ছবি ‘ঢাকাইয়া দেবদাস’

বনানীতে ‘সোলজার’ লুকে শাকিব খান – ভাইরাল নতুন ছবি

নায়ক শাকিব খানকে দেখতে ভক্তদের ভিড় ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।  একের পর এক চমক দিচ্ছেন ভক্তদের। …
0
Share