জোহরান মামদানির সাফল্যে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানিকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া। জোহরান মামদানি হলেন নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র। পাশাপাশি আরও বেশ কয়েকটি ইতিহাস গড়েছেন নতুন মেয়র। একশত বছরেও বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে শহরটির মেয়রের চেয়ারে বসেছেন। জোহরান মমদানির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে তিনি লিখেছেন, ‘অভিনন্দন জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র! ইতিহাস সৃষ্টি হলো। অভিনন্দন, মীরা নায়র’।
স্টোরিতে প্রিয়াঙ্কা জোহরানের সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তব্যের একটি স্ক্রিনশটও শেয়ার করেন। পোস্টে জোহরানের মা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারকে ও অভিনন্দন জানান দেশি গার্ল খ্যাত প্রিয়াঙ্কা। জোহরানের বাবা প্রখ্যাত উগান্ডা-ভারতীয় স্কলার মাহমুদ মমদানি। বহুসাংস্কৃতিক ও শিক্ষিত এই পরিবার থেকেই উঠে এসেছে নিউইয়র্কের নতুন ইতিহাস রচয়িতা।
চোপড়া অভিনন্দন বার্তা টাইমস অব ইন্ডিয়া, ফিল্মফেয়ার, জুম টিভি ডিজিটাল, হাঙ্গামা এক্সপ্রেসসহ একাধিক ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

জোহরান মমদানি জন্মগ্রহণ করেন উগান্ডার কাম্পালায়। পরে সাত বছর বয়সে পরিবারসহ কেপটাউন হয়ে নিউইয়র্কে চলে আসেন। সেখানে ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্সে পড়াশোনা করেন। পরে বউডইন কলেজে আফ্রিকানা স্টাডিজ নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মেয়র নির্বাচিত হওয়ার আগে তিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে কাজ করেছেন। অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া ২০১৬ সালে কোয়ান্টিকো সিরিজের শুটিংয়ের সময় নিউইয়র্কে বসবাস শুরু করেন। ২০১৮ সালে নিক জোনাসকে বিয়ে করেন এই তারকা। তাদের সন্তান মালতি মেরিও এখন নিউইয়র্কে বসবাস করছেন।