স্টার সিনেপ্লেক্স বিশেষ আয়োজন
কিংবদন্তি লেখক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদকে নিয়ে স্টার সিনেপ্লেক্স সাত দিনের বিশেষ আয়োজন করেছে । তার ৭৭তম জন্মদিন উপলক্ষে আগামী ১৩ নভেম্বর স্টার সিনেপ্লেক্স হবে এই আয়োজনটি। এই আয়োজনের অংশ হিসেবে, ৭ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় অনুষ্ঠিত হবে ‘হুমায়ূন আহমেদ সপ্তাহ’। শাখাগুলোর মধ্যে আছে সীমান্ত সম্ভার, সনি স্কয়ার, এবং সামরিক জাদুঘর।
এই বিশেষ সপ্তাহে প্রদর্শিত হবে হুমায়ূন আহমেদের চারটি জনপ্রিয় সিনেমা: আমার আছে জল,ঘেটুপুত্র কমলা,নয় নম্বর বিপদ সংকেত এবং দ্বারুচিনি দ্বীপ। সিনেমাগুলোর প্রদর্শনী ছাড়াও স্টার সিনেপ্লেক্স দর্শকদের জন্য এক বিশেষ অফারও রেখেছে একটি টিকিট কিনলে সাথে একটি ফ্রি টিকিট।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ এ আয়োজন সম্পর্কে বলেন, “হুমায়ূন আহমেদ আমাদের সাংস্কৃতিক জগতের এক অমূল্য রত্ন। তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন, তা সত্যিই বিস্ময়কর। তার সিনেমাগুলো স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছিল, কিছু সিনেমার প্রিমিয়ারও এখানে হয়েছে। দর্শকদের পাশাপাশি তার প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে। এই আয়োজনের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা জানাতে চাই, আর দর্শকদের তার সিনেমাগুলোর মাধ্যমে নতুন করে আনন্দ দিতে চাই।”
এদিকে,দ্বারুচিনি দ্বীপ সিনেমাটি তৌকীর আহমেদ পরিচালনা করেন এবং এটি হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত। সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ, মম, ইমন, বিন্দু, মুনমুন, এবং মোশাররফ করিম। এটি ২০০৭ সালে মুক্তি পেয়ে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে।
নয় নম্বর বিপদ সংকেত ২০০৭ সালে মুক্তি পায় এবং এতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, এবং ফারুক আহমেদ। এছাড়া,আমার আছে জল (২০০৮) এবং ঘেটুপুত্র কমলা (২০১২) সিনেমাগুলিও প্রশংসিত হয়েছিল। ঘেটুপুত্র কমলা ৮৫তম অস্কারে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছিল।
হুমায়ুন আহমেদকে নিয়ে স্টার সিনেপ্লেক্স – এর এই বিশেষ আয়োজনটি হুমায়ূন আহমেদের ভক্তদের জন্য এক অনন্য সুযোগ, যারা তার চলচ্চিত্রগুলোর সেরা মুহূর্তগুলো আবারও দেখতে চান।