ভারত জুড়ে চলবে ‘এসআরকে ফিল্ম ফেস্টিভ্যাল’
বলিউড বাদশা শাহরুখ খান আগামী ২ নভেম্বর ৬০ তম জন্মদিন উদযাপন করবেন। তবে বলিউড বাদশার জন্মদিনে আগাম উপহার হিসেবে আগামী ৩১ অক্টোবর থেকেই ভারত জুড়ে চলবে ‘এসআরকে ফিল্ম ফেস্টিভ্যাল’।
ভারতের শীর্ষস্থানীয় সিনেমা চেইন পিভিআর ইনক্স লিমিটেড জানিয়েছে, শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে শুরু হতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী উৎসব। ৩১ অক্টোবর থেকে শুরু হয়ে উৎসবটি চলবে দেশের ৩০টি শহরের ৭৫টিরও বেশি প্রেক্ষাগৃহে। লক্ষ্য-প্রজন্মের পর প্রজন্মকে আবার ফিরিয়ে নেওয়া সেই জাদুকরী মুহূর্তগুলোয়, যখন এক যুবক অভিনেতা পরিণত হয়েছিলেন ভারতীয় সিনেমার ‘কিং খান’-এ।
প্রদর্শনায় শাহরুখ খান এর সাত সিনেমা
উৎসবে প্রদর্শিত হবে শাহরুখ খানের অভিনয়জীবনের সাতটি নির্বাচিত চলচ্চিত্র। তালিকায় রয়েছে ‘দিল সে’, ‘দেবদাস’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘কভি হা কভি না’, ‘ম্যায় হুঁ না’,‘ওম শান্তি ওম’ এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ‘জওয়ান’। এই চলচ্চিত্রগুলো কেবল তাঁর অভিনয় নয়, বরং ভারতের মূলধারার সিনেমার বিবর্তনের প্রতীক। রোমান্স, অ্যাকশন, সামাজিক বার্তা কিংবা রাজনৈতিক প্রতিবাদ—প্রতিটি রূপেই শাহরুখ খান যেন এক অনন্য স্কুল।
শাহরুখের প্রতিক্রিয়া
এই আয়োজন নিয়ে বলিউড বাদশাহ নিজেই জানিয়েছেন তার আবেগঘন প্রতিক্রিয়া। তিনি বলেন, ‘সিনেমা সবসময়ই আমার ঘর। এই ছবিগুলো আবার বড় পর্দায় ফিরছে, যেন পুরনো বন্ধুদের সঙ্গে এক জাদুকরী পুনর্মিলন। এই গল্পগুলো কেবল আমার নয়, এগুলো সেই দর্শকদেরও, যারা ৩৩ বছর ধরে ভালোবেসে গেছেন আমাকে।”
তিনি আরও ধন্যবাদ জানিয়েছেন পিভিআর ইনক্স ও নিজের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট,কে, ‘কারণ তারাই বারবার বিশ্বাস করেছে গল্পের সেই শক্তিতে, যা মানুষকে একসূত্রে বেঁধে রাখে।’
পিভিআর ইনক্সের প্রধান কৌশল কর্মকর্তা নীহারিকা বিজলি বলেন, ‘শাহরুখ খান কেবল একজন গ্লোবাল সুপারস্টার নন,তিনি এক আবেগ। এই উৎসব তাঁর শিল্পীসত্তা, তাঁর অদম্য শ্রম এবং কোটি মানুষের মুখে হাসি ফোটানোর ক্ষমতার প্রতি আমাদের শ্রদ্ধা।’
ভারতের সবচেয়ে বড় সিনেমা নেটওয়ার্ক হিসেবে পিভিআর ইনক্সের রয়েছে ১,৭৫৭টি পর্দা, ৩৫৩টি থিয়েটার এবং ১১১টি শহরে উপস্থিতি। সংস্থাটি মনে করে, এই উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মও চিনবে সেই কিংবদন্তিকে, যিনি একা হাতে বদলে দিয়েছিলেন বলিউডের সংজ্ঞা।
গত বছর ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডঙ্কি’-এই তিন ছবিতে বক্স অফিস কাঁপিয়েছেন শাহরুখ খান। প্রায় চার বছরের বিরতির পর ফিরে এসে তিনি একাই বলিউডকে ফিরিয়ে এনেছেন ১০০০ কোটির যুগে। সামনে আরও বড় চমক-শোনা যাচ্ছে, তিনি এবার দক্ষিণ ভারতের পরিচালক অ্যাটলি–র সঙ্গে নতুন অ্যাকশন ছবিতে নামতে যাচ্ছেন। পাশাপাশি কাজ করছেন রাজকুমার হিরানি ও সুজয় ঘোষ–এর নতুন প্রজেক্ট নিয়েও।