‘দুয়া’ কে নিয়ে হাজির দীপিকা ও রনবীর
দীপাবলি উৎসবের মধ্যেই বড় চমক নিয়ে হাজির দীপিকা পাড়ুকোন ও রনবীর কাপুর। ভক্তদের জন্য আনলেন এক আদুরে দুয়া উপহার। দীপাবলির দিনেই প্রথমবারের মতো প্রকাশ্যে আসলো তাদের কন্যা দুয়া। তাদের কন্যার নাম যে ‘দুয়া’ তা এক বছর আগে প্রথম দীপাবলিতেই জানিয়েছিলেন এই তারকা দম্পতি। এ বছর উৎসবের আবহে দেখালেন মেয়ের মুখ।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচটি ছবি শেয়ার করেছেন দীপিকা ও রণবীর। ছবি প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি। পড়ে লাখো কমেন্ট আর হাজারো শেয়ার।
সেজেছে ছোট্ট দুয়া
ছবিতে দেখা যাচ্ছে দীপিকার সঙ্গে রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া। দুজনের পরনেই লাল রঙের জমকালো চুড়িদার, সঙ্গে মানানসই সোনার গয়না। দুয়ার মাথার দুই দিকে ঝুঁটি বেঁধেছেন দীপিকা। পাশে রণবীর সিং, সাদা ও ঘিয়ে রঙের শেরওয়ানিতে দীপাবলির ভাবনায় সাজা।
ছবিগুলোয় কখনো দুয়া হাসছে, কখনো আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে—মা-বাবার আদরে মাখামাখি প্রতিটি ফ্রেম। শেষ ছবিতে দেখা যাচ্ছে, দীপিকার কোলে বসে মা-মেয়ে দুজনেই জোড়হাতে প্রার্থনা করছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘দীপাবলির শুভেচ্ছা’।
ভক্তদের কেউ লিখেছেন, ‘দুয়া ঠিক দীপিকার মতো,’ কেউ বলছেন, ‘রণবীরের ছাপ স্পষ্ট।‘ নেট দুনিয়ায় ছোট্ট দুয়াকে ঘিরে উচ্ছ্বাসের ঝড়।
‘দুয়া পাড়ুকোন সিং’
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা পাড়ুকোন। গত বছর গণেশচতুর্থীর পরের দিনেই ইনস্টাগ্রামে মেয়ের নাম ‘দুয়া’ জানিয়েছিলেন তিনি, দিয়েছিলেন ছোট্ট পায়ের ছবি। ঠিক এক বছর পর দীপাবলিতেই মুখ প্রকাশ করে যেন পূর্ণতা দিলেন সেই মুহূর্তকে।
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘদিন সংসার করার পরে তাদের জীবনে এসেছে ছোট্ট দুয়া, ভালোবাসার পরিপূর্ণ প্রতীক হয়ে। অবশেষে দীপাবলির আলোয় দুয়া আলোকিত হল। দুয়ার পুরো নাম রাখা হয়েছে ‘দুয়া পাড়ুকোন সিং’। এর আগে রণবীর ও দীপিকা তাদের মেয়ের ছবি প্রকাশ না করতে অনুরোধ করেছিলো ফটোগ্রাফারদের। এরপরেই চমক নিয়েই ফিরলেন এই তারকা দম্পতি।