ঢাকায় সুফি ও কাওয়ালি সন্ধ্যা
উপমহাদেশের কিংবদন্তি কাওয়ালি সম্রাট নুসরাত ফতেহ আলী খান, যার কণ্ঠস্বর ছাড়িয়ে গেছে সময় ও সীমান্তের দেয়াল। তাঁর অমর সুর, আধ্যাত্মিক গীত ও গভীর মরমি অনুভূতিকে শ্রদ্ধা জানাতে এবার ঢাকায় আয়োজন করা হচ্ছে এক অনন্য সংগীত সন্ধ্যার।
‘শাম-ই-নুসরাত’ শিরোনামের এই বিশেষ কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর, রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এই সুফি ও কাওয়ালি উৎসব, যা শ্রোতাদের নিয়ে যাবে এক আধ্যাত্মিক সুরযাত্রায়।
আয়োজনটি যৌথভাবে করছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস এবং কারার – দ্য সুফি ব্যান্ড। আয়োজকরা জানিয়েছেন, নুসরাত ফতেহ আলী খানের অনন্য সংগীতভুবন ও তাঁর সৃষ্ট আধ্যাত্মিক সুরের জগতে শ্রদ্ধার্ঘ্য জানাতেই এই উদ্যোগ। কনসার্টজুড়ে পরিবেশিত হবে সুফি ঘরানার কাওয়ালি ও হৃদয়স্পর্শী আধ্যাত্মিক সংগীত, যা শ্রোতাদের দেবে এক গভীর মরমি অভিজ্ঞতা।
মঞ্চে পারফর্ম করবে সুফি ব্যান্ড কারার, যারা নুসরাত ফতেহ আলী খান এর প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশন করবে তাঁর স্মরণে বিশেষ কাওয়ালি সেট। এছাড়া থাকবে মনোমুগ্ধকর সুফি ড্যান্স পারফরম্যান্স, যা এই আয়োজনকে আরও বৈচিত্র্যময় করে তুলবে।
দর্শকরা এই আধ্যাত্মিক সংগীত সন্ধ্যা উপভোগ করতে পারবেন প্রতি টিকিট ১,০০০ টাকায়। টিকিট পাওয়া যাচ্ছে টিকিটো বাংলাদেশ ওয়েবসাইটে।
‘শাম-ই-নুসরাত’ শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, এটি হবে নুসরাত ফতেহ আলী খানের অমর উত্তরাধিকারের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি— যেখানে মিলবে আত্মার সুর, ভালোবাসা আর অনন্ত ভক্তির সঙ্গীতধ্বনি।