শানারৈই দেবী শানু
অভিনেত্রী শানারৈই দেবী শানু অভিনয়জীবনের দুই দশক পূর্ণ করেছেন। দীর্ঘ ২০ বছরের এই পথচলায় নিজের কাজ, সংগ্রাম, অর্জন ও সীমাবদ্ধতা নিয়ে দেশের এক গণমাধ্যমের সাথে খোলামেলা কথা বলেছেন একান্ত সাক্ষাৎকারে।
‘আমি মণিপুরি সম্প্রদায়ের মেয়ে। সেখান থেকে এসে আমাকে একা জায়গা তৈরি করতে হয়েছে। একাই চেষ্টা করে যেতে হচ্ছে টিকে থাকতে।
গত শুক্রবার এই লাক্স তারকার দ্বিতীয় সিনেমা ‘সাত ভাই চম্পা’ মুক্তি পেয়েছে। ‘সাত ভাই চম্পা’ শুরুতে ধারাবাহিক হিসেবে থাকলেও পরে ওয়েব সিনেমা হয় যা এখন সিনেমা হিসেবে হলে মুক্তি পেল।
সিনেমাটি নিয়ে শানু বলেন, ‘আমাদের গল্পেও প্রচুর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। দীর্ঘ দুই বছর ধরে শুটিং করেছি। আমাদের পুরো সেটের সবার মধ্যে বোঝাপড়া অনেক ভালো ছিল। তখনই সিনেমার মতো ফিল নিয়ে কাজ করা। যেভাবে বড় পরিসরে সিনেমাতে হয়। ছোট শিল্পীজীবনে এমন অভিজ্ঞতা খুবই কম হয়েছে।’
এমন কাজ আমি শিল্পী হিসেবে করতে চাই না, যেখানে সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এখন অনেক হালকা মেজাজের কাজ হচ্ছে। নিজেকে এই হালকা কাজে ভাবতে পারি না।
সিনেমা ছাড়াও নাটকেও শানুকে কম দেখা যায় কেন জানতে চাইলে তিনি বলেন, সবার জীবনে একধরনের রূপান্তর বা পরিবর্তনের পর্ব আসে। সময় যাচ্ছে, ভাষা বদলে যাচ্ছে। নতুন নতুন মুখ এসেছে। এর মধ্যে এমন কাজ আমি শিল্পী হিসেবে করতে চাই না, যেখানে সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এখন অনেক হালকা মেজাজের কাজ হচ্ছে। নিজেকে এই হালকা কাজে ভাবতে পারি না। যে কারণে অনেক কাজ থেকে নিজেকে দূরে রাখি। কাজ একদমই করছি না, তা নয়। আমি আড়ালে থাকা মানুষ। অন্তরালে থাকতেই পছন্দ করি।
আড়ালে শানারৈই দেবী শানু
কেন আড়ালে থাকতে পছন্দ করেন জানতে চাইলে শানারৈই দেবী শানু আরো বলেন, “আমরা যেহেতু একটু আগের প্রজন্মের মানুষ, যে কারণে আমাদের সঙ্গে এই সময়ের ভাষাগুলো খুব একটা খাপ খায় না। যে কারণে আগের চেয়ে কম কাজ করতে হচ্ছে। এখানে নতুন প্রজন্মের যারা আসছেন, তারা কাজ করছেন। আমাদের আগে যারা জায়গাটা ছেড়ে দিয়ে গেছেন, তখনই তো আমরা জায়গাটা পেয়েছি। সময়টা তো একই রকম থাকে না। যে কারণে এখন অভিনয় থেকে আড়ালে থাকি। আবার লেখালেখিও করতে হয়। এটাও আমার বড় পরিচয়। সে কারণে বইমেলার আগে বা বছরের বিভিন্ন সময়ে আড়ালে থাকি। অভিনয়, লেখালেখি—দুটোর ভারসাম্য রাখতে হয়।”
এই শিল্পী ও লেখিকা ফেসবুকে লিখেছেন অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধটা একার…’। এই কথার অন্তর্নিহিত অর্থ কি জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মণিপুরি সম্প্রদায়ের মেয়ে। সেখান থেকে এসে আমাকে একা জায়গা তৈরি করতে হয়েছে। একাই চেষ্টা করে যেতে হচ্ছে টিকে থাকতে। সেটাই লিখেছি, প্রত্যেকটি মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধটা তার একার।”
এরপর কি কাজে ব্যস্ত থাকবেন তিনি জানতে চাইলে বলেন সোহেল আরমানের ‘জলজোছনা’ নামে একটি ধারাবাহিকে কাজ করছি। শিগগিরই আরেকটি ধারাবাহিকের শুটিং শুরু হচ্ছে। এ ছাড়া প্রতিবার বইমেলায় বই বের করি। এবার একটু দোদুল্যমান অবস্থা তৈরি হয়েছে। এখন ভাবনায় ডুবে আছি। লেখক হিসেবে আমার কাজ করে যাচ্ছি।