এইচএসসির ফল দেখে শিহরিত কেয়া পায়েল
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড, পিছিয়ে কুমিল্লা। তবে, উদ্বেগের বিষয় দেশের ২০২ টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি।ফলাফল দেখে চমকে গেছেন অনেকে। তাদেরই একজন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ফলাফল প্রকাশের পর তাৎক্ষণিক সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এইচএসসির ফল দেখে শিহরিত কেয়া পায়েল , সেখানে তিনি লিখেছেন, ‘এইবারের এইচএসসির রেজাল্ট দেখে আমি শিহরিত’।

এই পোস্ট দ্রুত নেটিজেনদের নজর কেড়েছে। মৌসুমী নামের একজন লিখেছেন, ‘খুবই খারাপ রেজাল্ট’। নাদিয়া ইসলাম নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘লেখাপড়া না করলে পাস করবে কিভাবে?’। কেয়া পায়েল ভক্তদের মন্তব্যের জবাবে বলেন, পড়ালেখার জন্য জীবন, জীবনের জন্য পড়ালেখা নয়’।
উল্লেখ্য, বর্তমান সময়ে টেলিভিশন নাটকের যে কয়জন দর্শকপ্রিয় অভিনেত্রী রয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজন কেয়া পায়েল। বর্তমানে কাজ নিয়েই ব্যস্ততা তার। শুরুতে প্রচুর কাজ করলেও এখন বাছাই করে কাজ করছেন।
সম্প্রতি কেয়া পায়েলকে নিয়ে আলোচনায় আসে আরেকটি বিষয়, নিজের আপন ভাইয়ের সঙ্গে তোলা একটি ছবি। সেই ছবি নিয়েও সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।
উল্লেখ্য, টেলিভিশন নাটকের বর্তমান প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম কেয়া পায়েল। বর্তমানে তিনি অভিনয় ও বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন।