Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

সৌদি আরবে একসঙ্গে বলিউডের তিন খান – ‘জয় ফোরাম ২০২৫’

সৌদি আরবে একসঙ্গে বলিউডের তিন খান - ‘জয় ফোরাম ২০২৫’

শাহরুখ-সালমান-আমির একসাথে মাতাবেন সৌদি আরব

বলিউডের তিন কিং খান, শাহরুখ খান, সালমান খান ও আমির খান, এবার এক মঞ্চে দেখা যাবে। দীর্ঘদিন ধরে ভক্তদের স্বপ্ন ছিল এই তিন সুপারস্টারকে একসঙ্গে দেখা, আর এবার সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। জয় ফোরাম ২০২৫’ এ সৌদি আরবে একসঙ্গে বলিউডের তিন খান । তিন খানের ঐতিহাসিক মিলন ঘিরে উচ্ছ্বসিত বিশ্বজুড়ে ভক্তরা ।

সৌদি আরবে একসঙ্গে বলিউডের তিন খান - ‘জয় ফোরাম ২০২৫’

আগামী ১৬ ও ১৭ অক্টোবর ২০২৫ তারিখে রিয়াদের বুলেভার্ড সিটি’র এসইএফ এরেনায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনোদন সম্মেলন ‘জয় ফোরাম ২০২৫’। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ এই ইভেন্টে বিশ্বের শীর্ষ চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও তারকারা অংশ নেবেন। আর সেখানেই এক মঞ্চে উঠবেন বলিউডের তিন দিকপাল, শাহরুখ, সালমান ও আমির।

ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় ভক্তরা

তিন দশকেরও বেশি সময় ধরে এই তিন খান বলিউডে রাজত্ব করে চলেছেন। তবে একই ইভেন্টে বা মঞ্চে তাদের একসঙ্গে দেখা পাওয়া ভক্তদের জন্য এক বিরল অভিজ্ঞতা। এবার সৌদি আরবের এই জয় ফোরাম ২০২৫ সেই অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে #ThreeKhansInSaudi এবং #JoyForum2025 হ্যাশট্যাগে চলছে তুমুল আলোচনা।

ভক্তরা বলছেন, “এটা শুধুমাত্র তিন খানের মিলন নয়, এটি বলিউডের ঐক্যের প্রতীক।” কেউ কেউ আবার লিখেছেন, “আমরা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি।”

বলিউড ও আন্তর্জাতিক বিনোদনের সেতুবন্ধন

জয় ফোরাম ২০২৫ কেবল একটি বিনোদন ইভেন্ট নয়, এটি আন্তর্জাতিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। শাহরুখ, সালমান ও আমির সেখানে বলিউডের ভবিষ্যৎ, ভারতীয় সিনেমার বৈশ্বিক প্রভাব এবং আন্তর্জাতিক প্রযোজনায় সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

সৌদি আরবে একসঙ্গে বলিউডের তিন খান - ‘জয় ফোরাম ২০২৫’

উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালে শাহরুখ খান একাই জয় ফোরামে অংশ নিয়েছিলেন, যেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জ্যাকি চ্যান ও জ্যঁ-ক্লদ ভ্যান ড্যাম। এবার, ২০২৫-এ, তিন খানের একসঙ্গে উপস্থিতি এই আয়োজনকে নতুন মাত্রা দিতে চলেছে।

ভক্তদের উচ্ছ্বাস ও প্রত্যাশা

রিয়াদে অনুষ্ঠিত এই জমকালো সম্মেলন ঘিরে বলিউডপ্রেমী দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। অনেকেই মনে করছেন, তিন খানের একত্রে উপস্থিতি শুধু সৌদি আরব নয়, গোটা বিশ্বের দর্শকদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হবে।

‘জয় ফোরাম ২০২৫’-এ প্রায় ৩০টিরও বেশি দেশ অংশ নিচ্ছে। এই আয়োজনের মাধ্যমে বলিউড তার আন্তর্জাতিক অবস্থান আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।ফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

যুক্তরাষ্ট্রের এমা অ্যাওয়ার্ড জিতলো দেশের স্বল্পদৈর্ঘ্য ‘নিশি’

ইতিহাস রচনা করেছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’ বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন ইতিহাস রচনা করেছে স্বল্পদৈর্ঘ্য…
যুক্তরাষ্ট্রের এমা অ্যাওয়ার্ড জিতলো দেশের স্বল্পদৈর্ঘ্য ‘নিশি’

সাবিনা ইয়াসমীন ও মৌসুমী ভৌমিক এক মঞ্চে – লন্ডন বাংলা বইমেলা উৎসবে

সাবিনা ইয়াসমীন ও মৌসুমী ভৌমিক এক মঞ্চে বিশেষ সংগীতানুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যে গেছেন কিংবদন্তি শিল্পী সাবিনা…
সাবিনা ইয়াসমীন ও মৌসুমী ভৌমিক এক মঞ্চে
0
Share