১০ বছরের বিরোধ
অবশেষে শেষ হয়েছে সালমান খান ও অরিজিত সিং এর ১০ বছরের বিরোধ। সম্প্রতি ‘বিগ বস ১৯’-এর একটি পর্বে বিষয়টি স্পষ্ট করেছেন সালমান। শোর ‘উইকএন্ড কা বার’-এ কমেডিয়ান রবি গুপ্তর সঙ্গে আলাপচারিতায় তিনি এই সম্পর্ক নিয়ে বছরের পর বছর ধরে চলা গুঞ্জনের ইতি টেনেছেন। অনুষ্ঠানে সালমান জানিয়েছেন, অরিজিতের সঙ্গে তার সত্যিই পুনর্মিলন ঘটেছে।
সালমান এদিন স্বীকার করেন, তারই বুঝতে ভুল হয়েছিল। তিনি বলেন, ‘ভুল–বোঝাবুঝি আমার দিক থেকে হয়েছিল।‘ তিনি আরও বলেন, ‘অরিজিৎ আর আমি ভালো বন্ধু। এটা একটা ভুল–বোঝাবুঝি ছিল এবং সেটা আমার দিক থেকে হয়েছে। তারপরও সে আমার জন্য গান করেছে। ‘টাইগার ৩’-এ করেছে, এখন ‘গালওয়ান’ (ব্যাটল অব গালওয়ান)-এ করছে।’
সালমান স্পষ্ট করে জানান, অতীত শেষ। এখন তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।
সালমান খান ও অরিজিত সিং এর বিরোধের সূত্রপাত
সালমান খান ও অরিজিত সিং এর বিরোধের সূত্রপাত হয় ২০১৪ সালে। সেসময়ের একটি পুরস্কার অনুষ্ঠানে অরিজিতের করা মন্তব্য ভালোভাবে নেননি সালমান। পরে অরিজিৎ জানান, কথাটি তিনি বলেছিলেন মজা করে, কিন্তু সিরিয়াস করে ফেলে হয়েছে।
এর পরপরই গুঞ্জন ছড়ায় যে অরিজিতের কয়েকটি গান সালমানের ছবি থেকে সরিয়ে ফেলা হয়েছে, যেমন ‘সুলতান’-এ তার ‘জাগ ঘুমেয়া’ গান রাহাত ফতেহ আলী খানের সংরক্ষণ মুক্তি দেওয়া হয়।
ঘটনা আরও জটিল হয় ২০১৬ সালে, যখন অরিজিৎ প্রকাশ্যে ফেসবুকে সালমানের কাছে ক্ষমা প্রার্থনা করেন। অনুরোধ করেন তার গান যেন ‘সুলতান’-এ থাকে। বার্তাটি দ্রুত ভাইরাল হয়, তবে পরে মুছে ফেলা হয়; কারণ, সালমান বছরের পর বছর এটি প্রকাশ্যে স্বীকার করেননি। এ সময় দুজনের দেখা-সাক্ষাৎও হয়নি।
অবশেষে দীর্ঘ বিরতির পর ‘টাইগার ৩’ (২০২৩)-এ অরিজিৎ আবার সালমানের জন্য গান করেন। তখনই অনুমান করা হয়, তাদের মধ্যে বরফ গলেছে। এবার সালমান নিজেই নিশ্চিত করলেন, তার নতুন ছবিতেও থাকছে অরিজিতের গান। আর শেষ হয়েছে দীর্ঘ ১০ বছরের নীরবতা।