Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, অক্টোবর ১৩, ২০২৫

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ প্রিন্স মাহমুদের

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ প্রিন্স মাহমুদের

ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর পরামর্শ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর পরামর্শ দিলেন দেশের প্রখ্যাত গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে দিয়ে এ পরামর্শ দেন প্রিন্স মাহমুদ।

শনিবার রাতে পঞ্চগড়ে বক্তব্য দেয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ হন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এসময় তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেবো তাদের কলিজা কত বড়। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো।’

প্রিন্স মাহমুদ

সারজিস আলমের বক্তব্যে মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ায় জানিয়েছেন নেটিজেনরা। বাদ যাননি শোবিজ অঙ্গনের তারকারা।

দেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ সারজিসকে উদ্দেশ্য করে বলেন, ‘স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি মানসিক চাপ, উদ্বেগ, অনিদ্রা অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্ণতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি।’

এরপর তিনি লেখেন, ‘ডাক্তারের পরামর্শমত রিভোট্রিল ২ এম জি বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো।’ প্রিন্স জানিয়েছেন এই পোস্টি সাময়িক সময়ের জন্য।

প্রিন্স মাহমুদ এর স্ট্যাটাসে দর্শকের মন্তব্য

সুরকার প্রিন্স মাহমুদের পোস্টের মন্তব্যের ঘরে শামীম নামের একজন লিখেছেন, ভদ্র ভাষায় সুন্দর প্রতিবাদ বস! আরেকজন লিখেছেন ‘বিনে পয়সায় প্রেসক্রিপশন’। নাজিম উদ্দিন নামের একজন লেখেন, ‘রিভোট্রিল পাওয়ারফুল ওষুধ। লেক্সাটোনিল খেতে পারে। অবসাদ চলে যাবে। এই লেক্সাটোনিল খেলে অবাঞ্চিত চুলকানি রোগও চলে যাবে।’ 

জুলাই আন্দোলনে ফেসবুকে বেশ সরব ছিলেন প্রিন্স মাহমুদ। আন্দোলনরত ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানিয়ে রীতিমতো পথেও নেমেছিলেন তিনি। সেই সময়কার আন্দোলনে অংশ নিয়ে রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনারে গিয়ে হাজির হয়েছিলেন এই গানের কবি ও সুরস্রষ্টা।   

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে শোক: কিংবদন্তি অভিনেত্রী ডায়ান কিটনের মৃত্যু

না ফেরার দেশে ‘অ্যানি হল’ খ্যাত অস্কারজয়ী তারকা ডায়ান কিটন হলিউডের কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান…
হলিউডে শোক: কিংবদন্তি অভিনেত্রী ডায়ান কিটনের মৃত্যু

জাস্টিন ট্রুডো ও কেটি পেরির গভীর চুম্বন

ক্যামেরায় ধরা পড়ল নানা রোমান্টিক মুহূর্ত বেশ অনেকদিন ধরেই আলোচনায় হলিউডের আলোচিত গায়িকা কেটি পেরি আর কানাডার…
জাস্টিন ট্রুডো ও কেটি পেরির গভীর চুম্বন
0
Share