শোয়েব মালিক ও তার স্ত্রী সানা জাভেদের বিচ্ছেদ
কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওকে কেন্দ্র করে গুঞ্জন উঠে পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শোয়েব মালিক ও তার স্ত্রী সানা জাভেদের বিচ্ছেদ হচ্ছে। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সানা জাভেদ ও শোয়েব মালিক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই খবরকে ‘মিথ্যা’ বলে খারিজ করেছেন শোয়েব। এরপর সানা একটা ইনস্টা স্টোরি দেন যা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি শোয়েব মালিক বউয়ের সাথে বিচ্ছেদের খবর প্রত্যাখ্যান করে বলেন ‘আল্লাহর শুকরিয়া, আমার বিবাহিত জীবন খুবই ভালো এবং সুখের সঙ্গে চলছে।
আমার ছেলে বর্তমানে দুবাইতে আছে, আর মা সিয়ালকোটে থাকেন। আমি পেশাগত কারণে ব্যস্ত, তবে এমন কোনো খবরের সত্যতা নেই।’
শোয়েব মালিকের এই বক্তব্য মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ভারতীয় মিডিয়াসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াও এটি শেয়ার করতে শুরু করে।
দ্বিতীয় বিয়ে করলেন সানা জাভেদ
এদিকে, অভিনেত্রী সানা জাভেদ সম্প্রতি তার ইনস্টাগ্রামে একটি ফ্যাশন পেজের স্টোরি শেয়ার করে নিজের সুখ প্রকাশ করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আমিন ছুম্মা আমিন’, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
এছাড়াও এই গুঞ্জনের জবাব হিসেবে বেশকিছু ছবি প্রকাশ করে গুঞ্জনের জবাব দিয়েছেন এই দম্পতি। দুজনের সম্পর্কটা অটুট রয়েছে বলেই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো।
এটি শোয়েব মালিকের তৃতীয় বিয়ে, সানার দ্বিতীয়। ২০২০ সালে পাকিস্তানি গায়ক উমর জসওয়ালকে বিয়ে করেছিলেন সানা। ২০২৩ সালে আলাদা হয়ে যান তারা।
এরপর শোয়েব মালিক এবং সানা জাভেদ গত বছরের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। একই বছরের ২০ জানুয়ারি যৌথ পোস্টের মাধ্যমে তাদের বিবাহের খবর ঘোষণা করা হয়।
পাকিস্তানি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সানা। ২০১২ সালে ‘শেহের–ই–জাত’ সিরিয়াল দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তার। রোমান্টিক সিরিয়াল ‘কাহানি’তে অভিনয়ের সুবাদে দর্শকমহলে পরিচিতি পান তিনি। এতে অভিনয়ের জন্য লাস্ট স্টাইল অ্যাওয়ার্ডে মনোনয়নও পান তিনি। পরবর্তী সময়ে ‘রুশওয়াই’, ‘ডাঙ্ক’সহ বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেন তিনি।