Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, অক্টোবর ৬, ২০২৫

টরন্টোতে প্রিমিয়ার হচ্ছে আইশা খানের সিনেমার

টরন্টোতে প্রিমিয়ার হচ্ছে আইশা খানের সিনেমার

মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের গল্পে

গত বছর শেষ হয়েছে মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের গল্পে নিয়ে নির্মিত ও আইশা খান অভিনীত ‘শেকড়’ সিনেমাটির শুটিং। শুটিং শেষ হলেও এখনো দেশে মুক্তি পায়নি ছবিটি। তবে দেশে মুক্তির আগেই কানাডার টরন্টোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব সাউথ এশিয়া (ইফসা) চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমাটির।

আগামী ১৮ অক্টোবর এই উৎসবে ‘শেকড়’-এর আন্তর্জাতিক প্রিমিয়ার হবে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা প্রসূন রহমান। প্রিমিয়ার অনুষ্ঠানে উৎসবে উপস্থিত থাকবেন নির্মাতা।

প্রসূন রহমান বলেন, ‘জীবনের ডাকে আমরা শেকড় থেকে বিচ্ছিন্ন হই, তারপর আবার খুঁজে ফিরি সেই সোঁদা মাটির গন্ধ, যেখানে আমরা জন্মেছিলাম, প্রথম চোখ মেলে তাকিয়েছিলাম, প্রথম ভালোবাসার স্পর্শে আলোড়িত হয়েছিলাম। শেকড় সিনেমাটি হলো মাটির টানে সেই ফেলে আসা জীবনের দিকে আরেকবার ফিরে তাকানোর চেষ্টা।’

জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার পরেও আবার সেই শেকড়ের সন্ধান খুঁজে ফেরার গল্প, পেছনে ফেলে আসা প্রিয় মানুষদের সঙ্গে আবার যোগাযোগ স্থাপনের প্রাণান্তকর চেষ্টার গল্প থাকছে এই সিনেমায়।

আইশা খান ও এফ এস নাঈম

সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে ‘শেকড়’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রসূন রহমান। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম, জুটি হয়েছেন আইশা খান। ছবিটিতে আরো আছেন দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রওনক রিপন, ফাতেমাতুজ জোহরা ইভা, শিশুশিল্পী মুনতাহা এমিলিয়া প্রমুখ।

জানা গেছে, বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর আগামী বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব সাউথ এশিয়া ফিল্ম ফেস্টিভ্যালটি দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রগুলো নিয়ে আগামী ৯ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে। এবারের উৎসবে আরো উপস্থিত থাকবেন ভারতীয় অভিনেত্রী তিলোত্তমা সোম এবং আফগান নির্মাতা রয়া সাদাত। চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও ফিল্ম ফোরাম ও প্যানেল ডিসকাশনসহ জন্মশতবর্ষ উপলক্ষে এ বছর বিশেষ সম্মাননা দেওয়া হবে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা গুরু দত্তকে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বক্স অফিস মাতাচ্ছে ‘কানতারা,ভারত মাতাচ্ছে রুক্মিণী   

তরুণী অভিনেত্রী রুক্মিণী দক্ষিণী সিনেমার অন্যতম আলোচিত সিনেমা ‘কানতারা: চ্যাপ্টার ১’ । প্রথম কিস্তিতে রীতিমতো…
বক্স অফিস মাতাচ্ছে ‘কানতারা, ভারত মাতাচ্ছে রুক্মিণী

অবশেষে জানা গেল জেমসের মাথায় গামছা পড়ার কাহিনী

জেমসের মাথায় গামছা পড়ার রহস্য বাংলা রক সংগীতের কিংবদন্তী শিল্পী জেমসের অনেক বিষয়ই এখনো অজানা শ্রোতাদের কাছে।…
জেমসের মাথায় গামছা পড়ার রহস্য

৫০ মাসের কারাদণ্ড পেলেন র‍্যাপার শন ‘ডিডি’ কম্বস

যৌন ব্যবসায় প্ররোচিত করার অভিযোগে সংগীত জগতে সফল ক্যারিয়ার থাকা সত্ত্বেও ভয়ংকর অপরাধের দায় এড়াতে পারলেন না…
৫০ মাসের কারাদণ্ড পেলেন র‍্যাপার শন ‘ডিডি’ কম্বস
0
Share