তরুণী অভিনেত্রী রুক্মিণী
দক্ষিণী সিনেমার অন্যতম আলোচিত সিনেমা ‘কানতারা: চ্যাপ্টার ১’ । প্রথম কিস্তিতে রীতিমতো রেকর্ড গড়া এই সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘কানতারা : চ্যাপ্টার ১’ মুক্তি পেয়েছে ২ অক্টোবর। আর মুক্তির পর থেকেই বক্স অফিসে রাজত্ব চলছে সিনেমাটির। একইসাথে কানতারার নায়িকা তরুণী অভিনেত্রী রুক্মিণী বসন্ত তুমুল আলোচনায় উঠে এসেছেন।
কানতারা অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠিও ব্যাপক আলোচনায়। তবে এবার তার সঙ্গে আলোচনায় উঠে এসেছেন কানতারার অভিনেত্রী রুক্মিণী বসন্ত। কানতারার প্রিক্যুয়ালে অভিনয় করে রাতারাতি আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।
ভিন্নধর্মী কাহিনি আর নান্দনিক উপস্থাপনার এই সিনেমার জনপ্রিয়তার পাশাপাশি বেড়েছে রুক্মিণীর জনপ্রিয়তাও। বিশেষ করে যতক্ষণ তিনি পর্দায় ছিলেন, ঋষভের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে জাদু ছড়িয়েছেন।
জাদু ছড়িয়েছেন নিজের রুপ ও লাবন্যেও। ‘কানতারা : চ্যাপ্টার ১’ মুক্তির পর থেকে রুক্মিণী বসন্তকে ঘিরে দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের আগ্রহ বেড়েছে বহুগুণ। তিনি এখন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিশ্রুতিশীল মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তার অভিনয় ও রুপের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।
রূপে গুণে অনন্যা রুক্মিণী বসন্ত
লাস্যময়ী এ অভিনেত্রীর রুপের জাদুতে বুদ হয়ে আছেন অনুরাগীরা। এ কারণে নির্মাতারাও তাকে নিয়ে নতুন নতুন পরিকল্পনা করছেন।
ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুসারে, বর্তমানে রুক্মিণীর হাতে রয়েছে বেশ কয়েকটি কাজ। শোনা যাচ্ছে, তিনি ইতিমধ্যেই দুটি কন্নড় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এনটিআর-নীল জুটি পরিচালিত নতুন সিনেমায় এবং যশের সঙ্গে টক্সিক-এর মতো বড় সিনেমায় নাম লিখিয়েছেন তিনি।
ফলে এক লাফেই তিনি জায়গা করে নিতে যাচ্ছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির শীর্ষ সারির নায়িকাদের তালিকায়। পাশাপাশি তামিল চলচ্চিত্রের দিকেও নজর দিচ্ছেন এই অভিনেত্রী। দক্ষিণ ভারতের বাইরেও বলিউড থেকে তার প্রতি আগ্রহ দেখা যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। যদিও এখনো তিনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
অভিনয়শিল্পী হিসেবে নিজের যাত্রা প্রসঙ্গে রুক্মিণী সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেন, “কানতারা আমাকে শুধু পরিচিতিই দেয়নি, বরং নতুন চ্যালেঞ্জও এনে দিয়েছে। দর্শকদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রেরণা। সামনে আমি আরও বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে চাই।”
সাবলীল রুক্মিণী
এর আগেরুক্মিণী বসন্ত থিয়েটার ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নিয়মিত কাজ করেছেন। বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও ‘কানতারা : চ্যাপ্টার ১’ দিয়ে ক্যারিয়ার সেরা আলোচনায় তিনি। সিনেমাটিতে তার সংলাপ ও চরিত্র প্রকাশে অভিনয় দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে। সমালোচকদের মতে, আবেগঘন অংশগুলোতে রুক্মিণীর স্বাভাবিক ও সাবলীল অভিনয়ই তাকে ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছে। আর শেষ অংশে তার ভিন্নরুপে উপস্থিতি বেশ চমকেই দিয়েছে দর্শকদের। যার কারণে এতো আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।
এদিকে, মুক্তির পর থেকেই বক্স অফিসে চালকের আসনে ‘কানতারা ২’। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুসারে, ‘কানতারা ২’ তিন দিনে ভারতে আয় করেছে ১৯৫.৫ কোটি টাকা (গ্রস)। বিদেশে আয় করেছে ২২.৫ কোটি টাকা। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২১৮ কোটি টাকা।