মুক্তি পেয়েছে আভাস ব্যান্ডের নতুন গান
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা মিউজিক স্টোরে এক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি পেয়েছে আভাস ব্যান্ডের নতুন গান ‘সত্তা’। সেখানে আভাস ব্যান্ড সদস্য ছাড়াও আমন্ত্রিত সংগীতশিল্পীরাও উপস্থিত ছিলেন। সাড়ে তিন ঘণ্টার আয়োজনে নিজেদের গান পরিবেশনের সঙ্গে জনপ্রিয় কিছু বাংলা গান শুনিয়েছে আভাস।
অনুষ্ঠানে আমন্ত্রিত সকল গণমাধ্যমকর্মীদের হাতে দেয়া হয় আভাসের পরিচিতিমূলক বুকলেট; যেখানে ছিল সত্তা নতুন গানের লিরিকস ও আভাস নিয়ে বিস্তারিত তথ্য।
সন্ধ্যা সাড়ে সাতটায় অডিটরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়, শুরু হয় মূল আয়োজন। ‘শিরোনামহীন’ ছেড়ে ২০১৭ সালে ‘আভাস’ গঠন করেন তানযীর তুহীন। অনুষ্ঠানের শুরুতে স্মরণ করা হয় ব্যান্ডটির সাবেক সদস্য ও সুহৃদদের। এরপর নতুন গানের ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়ে অনুষ্ঠানে আগত কয়েকজন অতিথিকে মঞ্চে ডেকে নেন তুহীন। এর মধ্যে মেঘদল ব্যান্ডের ভোকাল শিবু কুমার শীল ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার ‘আভাস’কে শুভেচ্ছা জানিয়ে তুহীনের সঙ্গে দীর্ঘদিনের পথচলা ও পুরোনো দিনের স্মৃতি তুলে ধরেন। এরপর পর্দায় ‘সত্তা’ গানের ভিডিও চিত্র প্রকাশ করা হয়। গানটির নেপথ্যের গল্প তুলে ধরেন আভাসের বেজিস্ট রাজু শেখ।
জনপ্রিয় ‘আভাস’ গানটি দিয়ে শুরু হয় আয়োজন। গানটির গীতিকার মেহেদী হাসানকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তুহীন। এ গান শেষে শিবু কুমার শীল ও জয় শাহরিয়ারকে মঞ্চে গান শোনানোর জন্য ডাকেন তুহীন। তিনজন একসঙ্গে গেয়ে ওঠেন মহিনের ঘোড়াগুলির ‘ভেবে দেখেছ কি, তারারাও যত আলোকবর্ষ দূরে, তারও দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে।‘ এরপর শিবু কুমার শীলকে হাওয়া গানটি গাওয়ার অনুরোধ করেন তুহীন। শিবু গানটি শুরুর সঙ্গে সঙ্গে নিভে যায় আলোকবাতি, শিবুর সাথে আলো-ছায়ার মিশেলে সবাই গাইতে থাকেন ‘ফিরতি পথে, মস্ত আকাশ, অস্ফুট স্বর, ধুলোর গান/এ হাওয়া আমায় নেবে কত দূরে, এ হাওয়া আমি এখানেই।‘ এই গান মর্মভেদ করে উঠেছে উপস্থিত সকলের।
এরপর আসেন জয় শাহরিয়ার। তিনি মহিনের ঘোড়াগুলির ‘মানুষ চেনা দায়’ গানটি পরিবেশন করেন। গিটারে সঙ্গ দিতে মঞ্চে ডেকে নেন মেঘদলের আরেক সদস্য ও সংগীত আয়োজক রাশেদ শরীফ শোয়েবকে। জয় পরিবেশন করেন তার জনপ্রিয় গান ‘সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না/তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না’।
এদিন অনুষ্ঠানে এসেছিলেন হাইওয়ে ব্যান্ডের ভোকাল হাসান ইথারও। তুহীন ইথারকেও গান শোনাতে মঞ্চে ডাকেন। ইথার ভূপেন হাজারিকার ‘মেঘ থম থম করে’ ও হাইওয়ে ব্যান্ডের ‘চেয়ে দেখ বন্ধু’ পরিবেশন করেন। এরপর ‘প্রজন্ম বাউল’ ব্যান্ডের ভোকাল সামুর সঙ্গে তুহীন গেয়ে ওঠেন এন্ড্রু কিশোরের গাওয়া ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’। সবাইকে কণ্ঠ মেলানোর অনুরোধ রেখে দর্শকসারিতে নেমে আসেন তুহীন। শ্রদ্ধায় স্মরণ করেন এন্ড্রু কিশোরকে। সবশেষ হেলাল হাফিজের কবিতা অবলম্বনে ‘পত্র দিও’ ও ‘আভাস’ গান পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় ‘সত্তা’ গানের উদ্বোধনী আয়োজন।
এদিন তুহীন সদ্য প্রয়াত ভারতীয় গায়ক জুবিন গার্গের স্মৃতিতেও শ্রদ্ধা জানান। একজন শিল্পীর জন্য মানুষের এ সম্মান ও ভালোবাসা অভিভূত করেছে তুহীনকে। তরুণ প্রজন্মের শিল্পীদেরকে নিজেদের কথা, নিজেদের স্বপ্ন ধারণ করা ও গানে গানে যা বলেন তা ধারণ করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
‘সত্তা’ গানটির কথা লিখেছেন তানযীর তুহীন। সুর দিয়েছেন রাজু শেখ। গানটির অডিও মিক্স ও মাস্টারিং করেছেন রাশেদ শরীফ শোয়েব শোয়েব। গানটির ভিডিও চিত্র নির্মাণ করেছেন মুন্তাকিম আল নাহিয়ান। আভাসের’ ইউটিউব চ্যানেলে গেলেই গানটি পাওয়া যাচ্ছে।