প্রসূন আজাদ
সম্প্রতি সংগীত থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী তাহসান খান। এই বিদায়ের ঘোষণার পর থেকেই তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তার বিদায় মেনে নিতে পারছেন না তার দীর্ঘদিনের ভক্তরা। অভিনেত্রী প্রসূন আজাদ তাদের মধ্যে অন্যতম একজন। এক ফেসবুক স্ট্যাটাসে তাহসানকে ঘিরে শৈশবের ভালোলাগা নিয়ে অনেক স্মৃতিচারণ করেছেন এই অভিনেত্রী।
প্রিয় তারকার সাথে গেঁথে থাকা শৈশবের দিনগুলো স্মরণ করে অভিনেত্রী প্রসূন আজাদ লিখেছেন, ‘আমি বহু আগে থেকে আপনার ভক্ত। এই জমানার ফ্যান নই। যে সময়ে টিফিনের টাকা জমিয়ে রাখতাম আপনার অফবিট ক্যাসেট, সিডিটা কিনব বলে, আমি সেই সময়ের ফ্যান। যার স্কুল ব্যাগের সাদা মার্কারে লেখা থাকত “তাহসান প্লাস প্রসূন’। আমি আপনার তেমন একজন ভক্ত।’
পল্টন পুলিশ কোয়ার্টার্সের দেয়ালজুড়ে লেখা ছিল তাহসান
প্রিয় তারকার প্রতি কেমন ভালোবাসা ছিলো তা প্রকাশ করে প্রসূন আজাদ লিখেন, ‘পল্টন পুলিশ কোয়ার্টার্সের দেয়ালজুড়ে লেখা ছিল তাহসান। শত হাজার বিচার সালিস সহ্য করে লেখাগুলো মুছতে দিইনি আমি। আমি আপনার সেই ফ্যান। এসব কী পাগলামি করছি, এমন কথা তখন নিত্য শুনতে হতো।’
প্রিয় তারকার জন্য সব অপমান সহ্য করতেন। কিন্তু পছন্দের তারকাকে নিয়ে ছোট করে কারও কোনো কথা বলা সহ্য করতে পারতেন না। ‘মার্কারে তাহসান প্লাস প্রসূন লেখা থাকত, দেওয়ালে তাহসান নাম সালিস বিচার করেও মুছতে দিইনি, সবাই যখন এসব নিয়ে কথায় কথায় অপমান করত, সেসব হজম করতে পারা আমি। কিন্তু আপনাকে নিয়ে কোনো কিছু সহ্য করতে পারতাম না। আপনার সেই ফ্যান।’
শৈশব পেরিয়ে একসময় প্রসূনও পা বাড়ান অভিনয়ের দিকে। লাক্স সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে নজর কাড়েন। তখনো তার স্বপ্ন ছিল প্রিয় তারকাকে কাছ থেকে দেখার। এর মধ্যেই একসময় প্রিয় তারকার সঙ্গে জুটি হয়ে কাজ করার সুযোগ হয়।
প্রসূন লিখেছেন, ‘কাজের প্রয়োজনে যেদিন আপনাকে প্রথম দেখলাম, তারপর কত আড্ডা, কত শো, যতবারই দেখা হয়েছে, কথা হয়েছে আপনি বুঝতেই পারেননি আপনার জীবনের সবচেয়ে বড় ভক্তকে আপনি দেখে ফেলেছেন। আমার কাছে এখনো মনে হয়, এমন ভক্তকে হয়তো এখনো আপনি খুঁজে পাননি।’
প্রসূন আজাদ বললেন অন্যরা বুঝবেন না
প্রিয় তারকার প্রতি শৈশব থেকে ভালোবাসা কখনো কমেনি এই অভিনেত্রীর। রয়ে গেছে আগের মতোই। ‘আপনার প্রতি আমার শ্রদ্ধা। সেই উইলসে পড়া ছোট মেয়েটার ব্যাগের লেখার মতোই এখনো আছে। সব সময় আপনার মঙ্গল কামনা করি। তুমুল সফলতা ছুঁয়ে দেখার পরও হুট করে নিজেকে অদৃশ্য করার আনন্দ কী, সেটা অন্যরা বুঝবেন না। কিছু মানুষ কেবল বলেই যাবে, সমালোচনা করবে। ভক্ত হিসেবে চাই আপনি যা মন চায় করেন, আপনি ভালো থাকলেই আমরা খুশি। কারণ, আমরা আপনার সেই ভক্ত।’
এবার গান থেকে নিজেকে সরিয়ে নিলেও এক বছর আগেই তিনি অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। অন্যদিকে প্রসূন আজাদও অভিনয় থেকে একপ্রকার বিদায় নিয়েছেন বলা যায়। এই অভিনেত্রীকেও অনেকদিন দেখা যায়নি কোন কাজে।